পুচুসোনাকে নিয়ে বিবাদ, মিষ্টি বৌদির সঙ্গে ঠেলাঠেলি করতে গিয়ে কোলের সন্তানকে মাটিতেই ফেলে দিল গুনগুন!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: দিন দিন যেন অসহ‍্য হয়ে উঠছে গুনগুন (gungun), ‘খড়কুটো’র (khorkuto) এই চরিত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শকদের একাংশ। যে গুনগুনকে এক সময় প্রশংসায় ভরিয়ে দিয়েছিল নেটনাগরিকেরা, তার সব ‘বালখিল‍্যপনা’ই একসময় পছন্দ করতেন দর্শকেরা। কিন্তু এখন সেই গুনগুনের কাণ্ডকারখানাই যেন দুচক্ষের বিষ হয়ে উঠেছে খড়কুটো দর্শকদের।

শুরুটা অবশ‍্য অনেক আগেই হয়েছিল। একদল নেটিজেন অভিযোগ করেছিলেন গুনগুনের ‘ন‍্যাকামি’ এবার বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। টিআরপিও কমেছিল একটু। মাঝে টিআরপি বাড়লেও ফের লক্ষ‍্যনীয় ভাবে কমে গিয়েছে রেটিং। আর বলা বাহুল‍্য, এর জন‍্য সিরিয়ালের অন‍্যতম মূল চরিত্র গুনগুনকেই দায়ী করছেন দর্শকদের একটা বড় অংশ।


সিরিয়ালে দেখানো হচ্ছে সদ‍্য মা হয়েছেন মিষ্টি বৌদি। পরিবারের সকলের অনুপস্থিতিতেই সন্তানের জন্ম দেয় মিষ্টি বৌদি। সে সময় তার পাশে ছিল গুনগুন। এরপর থেকেই আর সদ‍্যোজাতকে নিজের কাছছাড়া করতে চাইছে না সে। অপরদিকে গুনগুনের এই আচরণে রেগেছেন মিষ্টি বৌদিও। আর তার সঙ্গে সঙ্গে ক্ষেপেছেন দর্শকেরাও।

একজন সদ‍্যোজাতর জন্মের পর নিজের মাকে সবথেকে বেশি দরকার পড়ে। এমন সময় গুনগুন কেন তাঁকে মিষ্টি বৌদির থেকে দূরে করে দিচ্ছে? প্রশ্ন নেটনাগরিকদের। অথচ গুনগুনের কোনো হেলদোল নেই। সে কোনো কথাই শুনতে রাজি নয়। এমনকি সৌজন‍্য এবং পরিবারের অন‍্য সদস‍্যরাও তাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান।


আর এবারে তো সমস্ত সীমাই পার করে দিয়েছে গুনগুন, দাবি নেটিজেনদের। পুচুসোনাকে নিয়ে মিষ্টি বৌদির সঙ্গে ঝগড়া করতে গিয়ে খুদেকে হাত থেকে মাটিতেই ফেলে দিয়েছে গুনগুন! মিষ্টি বৌদি সাফ জানিয়ে দিয়েছে গুনগুন তার সন্তানকে কাছে না দিলে দুধ খাওয়াবে না। এবার গুনগুন যেটা ভাল সেটা বুঝে নিক। ওদিকে গুনগুনও হার মানার পাত্রী নয়। তার দাবি, মিষ্টি বৌদি পুচুসোনাকে দুধ খাইয়ে দিলে ফের সে তাকে নিজের কাছে নিয়ে নেবে।

https://www.instagram.com/p/CTNEyVGhThE/?utm_medium=copy_link

এই দৃশ‍্য দেখেই আরো চটেছে দর্শকেরা। একজনের বক্তব‍্য, গুনগুন যখন নিজে মা হবে তখন যদি মিষ্টি বৌদি তার সন্তানকে নিজের কাছে রেখে দেয় তখন গুনগুনের কেমন লাগবে? আবার অনেকে গুনগুনের মনের অবস্থাটা বোঝারও চেষ্টা করেছেন। তাদের মতে, গুনগুন ছোট থেকে নিজের মায়ের সান্নিধ‍্য পায়নি। তাই মিষ্টি বৌদির সন্তানকে দেখে এমন করছে সে।

X