বাংলাহান্ট ডেস্ক: একের পর এক চমক এনেও টিআরপি ধরে রাখতে রাখতে পারছে না স্টার জলসার ‘খড়কুটো’ (khorkuto) সিরিয়াল নির্মাতারা। এক সময় টানা বাংলা সেরা ছিল এই সিরিয়াল। সেখান থেকে প্রথম তিনের মধ্যেও এখন আর নেই এই সিরিয়াল। বিশেষত টিআরপি এত কমার জন্য নায়িকা গুনগুনকেই দায়ী করছেন দর্শকেরা।
সম্প্রতি সিরিয়ালে দেখানো হচ্ছে মা হয়েছেন মিষ্টি বৌদি। পরিবারের সকলের অনুপস্থিতিতেই সন্তানের জন্ম দেয় মিষ্টি বৌদি। সে সময় তার পাশে ছিল গুনগুন। এরপর থেকেই আর সদ্যোজাতকে নিজের কাছছাড়া করতে চাইছে না সে। অপরদিকে গুনগুনের এই আচরণে রেগেছেন মিষ্টি বৌদিও। আর তার সঙ্গে সঙ্গে ক্ষেপেছেন দর্শকেরাও।
একজন সদ্যোজাতর জন্মের পর নিজের মাকে সবথেকে বেশি দরকার পড়ে। এমন সময় গুনগুন কেন তাঁকে মিষ্টি বৌদির থেকে দূরে করে দিচ্ছে? প্রশ্ন নেটনাগরিকদের। আবার অনেকে গুনগুনের মনের অবস্থাটা বোঝারও চেষ্টা করেছেন। তাদের মতে, গুনগুন ছোট থেকে নিজের মায়ের সান্নিধ্য পায়নি। তাই মিষ্টি বৌদির সন্তানকে দেখে এমন করছে সে।
নেটনাগরিকদের এই দ্বন্দ্ব নিয়ে গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহার (trina saha) কী মত? সংবাদ মাধ্যমকে তিনি জানালেন, এই বিষয়ে কিছুই ভাবেননি তিনি। কারণ তাঁকে পরিচালক যেমনটা করতে বলবেন তিনিও তো তেমনটাই করবেন। তিনি একজন অভিনেত্রী। তবে তার সঙ্গে সঙ্গে তৃণা এও বলেন, যখন কোনো চরিত্র বা কোনো অভিনেত্রীর অভিনয় নিয়ে বেশি চর্চা হয় তার মানে তিনি নিজের অভিনয় প্রতিভাটা যথাযথ ভাবে তুলে ধরতে পেরেছেন। সে দিক দিয়ে এই আলোচনা সমালোচনা নিয়ে খুশি তৃণা।
বাংলা সিরিয়াল মানেই একাধিক বিয়ে, কূটকাচিলির মতো বিষয় চলে আসে কাহিনিতে। এ নিয়ে ট্রোল লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়। খড়কুটোতেও সৌজন্যকে দুবার বিয়ে করেছে গুনগুন। এই প্রসঙ্গে তৃণা বলেন, মানুষ সুপারম্যান, কৃশের মতো সুপারহিরো মুভিজ দেখতে পারে। কিন্তু সিরিয়ালে দুটো বিয়ে দেখালেই তারা ট্রোল শুরু করে। তাই এখন আর টিআরপি রেটিং নিয়ে চিন্তা করেন না তৃণা। নিজের কাজে মন দিয়েছেন তিনি।