ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট রূপে জাহ্নবী, মুক্তি পেল ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ এর ট্রেলার

বাংলাহান্ট ডেস্ক: মুক্তি পেল জাহ্নবী কাপুর (janhvi kapoor) অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ (gunjan saxena: the kargil girl) এর ট্রেলার। গত বছরই প্রকাশ‍্যে এসেছিল এই ছবির পোস্টার। দীর্ঘ প্রতীক্ষার অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার। স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
ফ্লাইট লেফটেন‍্যান্ট গুঞ্জন সাক্সেনার কাহিনি নিয়েই তৈরি এই ছবি। তিনি ‘কার্গিল গার্ল’ নামেও পরিচিত ছিলেন। বীরত্ব ও সাহসিকতার জন‍্য শৌর্য চক্র পেয়েছিলেন তিনি। গুঞ্জন সাক্সেনাই প্রথম ভারতীয় মহিলা যিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। এর আগে কোনও ভারতীয় মহিলার যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি ছিল না।
ট্রেলারে দেখা যায় ছোট থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখে গুঞ্জন। আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসাবে পরিবারের সদস‍্যদের অনুমতি পাওয়ার জন‍্য চেষ্টা করতে থাকে সে। গুঞ্জনের বাবা মেয়ের এই স্বপ্নের উড়ানে তাকে সাহায‍্য করেন। তিনিই গুঞ্জনকে ট্রেনিং দিয়ে গড়ে তোলেন। তবে বাধা তাকে ফের পেতে হয় কর্মক্ষেত্রে। পুরুষদের সঙ্গে ক্রমাগত লড়াই করে নিজেকে প্রমাণ করে দেখাতে হয় গুঞ্জনকে।

unnamed 53

ট্রেলারটি বেশ প্রশংসিত হয়েছে সিনেপ্রেমীদের মধ‍্যে। গুঞ্জন সাক্সেনার চরিত্রে জাহ্নবী কাপুরও প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। গুঞ্জনের বাবার চরিত্রে দেখা গিয়েছে প্রখ‍্যাত অভিনেতা পঙ্কজ কাপুরকে। ছবিতে যুদ্ধক্ষেত্রেরও বেশ কয়েকটি দৃশ‍্য রয়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায় ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাফল‍্য পেতে চলেছে।
কার্গিল যুদ্ধক্ষেত্রের দুর্গম এলাকায় আটকে পড়া ভারতীয় সৈনিকদের এয়ারলিফট করে নিজেদের ক‍্যাম্পে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছিল গুঞ্জনকে। সেই সঙ্গে শত্রু সেনার গতিবিধি লক্ষ‍্য করে সেই তথ‍্য ভারতীয় সেনার কাছে পৌঁছে দেওয়াও ছিল তার দায়িত্ব। বীরত্ব, সাহস ও অসাধারন প্রশিক্ষণের দৌলতে তিনি সফলভাবে নিজের কাজ করতে সক্ষম হন।

ভারতীয় মহিলা হিসাবে এই কৃতিত্ব গুঞ্জনেরই প্রথম। তাই তাঁকে ‘কার্গিল গার্ল’ এর খেতাব দেওয়া হয়। আগামী ১২ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’। এবার দেখার অপেক্ষা ছবিতে গুঞ্জনের ভূমিকায় জাহ্নবী কতটা গ্রহণযোগ‍্য হন সিনেপ্রেমীদের কাছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর