বাংলাহান্ট ডেস্ক: প্রথম বার বিয়ে সেরেছিলেন সেই ১০ বছর আগে। তাও আবার মন্দিরে। তাই সুযোগ মিলতেই অবাঙালি বরকে পাকড়াও করে ফের বিয়ে করলেন বাঙালি বউ। বলিপাড়ার জনপ্রিয় জুটি গুরমীত চৌধুরী (gurmeet choudhary) আর দেবিনা ব্যানার্জী (debina bonnerjee)। কলকাতায় এসে দ্বিতীয় বারের জন্য খাঁটি বাঙালি সাজে সেজে বিয়ে করলেন তাঁরা।
খাস উত্তর কলকাতার শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রেম করে বিয়ে করেছিলেন গুরমীত চৌধুরীকে। মন্দিরে হয়েছিল সেই বিয়ে। আক্ষেপ এতদিন ধরে রয়ে গিয়েছিল মনে। স্বামীকে বলেই রেখেছিলেন একবার অন্তত ধুমধাম করে সমস্ত রীতি আচার মেনে বিয়ের অনুষ্ঠান করার। দেবিনার আবদার ভোলেননি গুরমীত। অবশেষে পূরণ হল অভিনেত্রীর মনোবাসনা। তা সে দশ বছর পরেই হোক না কেন।
কলকাতা যখন সেজে উঠছে বাঙালির সবথেকে পুজোর সাজে তখনি শহরে পা রাখলেন দেবিনা গুরমীত। প্রথমেই গেলেন কালীঘাটে মা কালীকে দর্শন করতে। পুজো সেরে মাটির ভাঁড়ে চা খেলেন দুজনে। টইটই করে ঘুরলেন কলকাতার অলিগলিতে। এ শহরের সঙ্গে দেবিনার হাজারো স্মৃতি জড়িয়ে আছে।
কলকাতায় আসার তিন দিন পরেই সম্পূর্ণ বাঙালি মতে রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান সারলেন গুরমীত দেবিনা। লাল বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। মাথায় লাল চেলি, মুকুট। পাশে বাঙালি বরের সাজে রাজপুত্তুরের মতো লাগল গুরমীতকে। মাথায় টোপর পরে, কপালে চন্দনের ফোঁটা নিয়ে দিব্যি মানিয়েছিল তাঁকে।
কলকাতায় বিয়ে করতে এসে উচ্ছ্বসিত দেবিনা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “১০ বছর পরে স্বপ্নপূরণ হবে ভাবিনি। বিয়ের সব আচার-অনুষ্ঠান ভীষণ ভালবেসে মেনেছি। আমি তৃপ্ত এই বিয়েতে। মনে হচ্ছে, এত দিনে ঠিকঠাক ভাবে সাতপাকে বাঁধা পড়লাম।”
তবে হঠাৎ এত বছর পর কলকাতায় ফেরা, তাও আবার দ্বিতীয় বার বিয়ের জন্য! নেপথ্যে কি অন্য কারণও রয়েছে? রহস্য করে দেবিনা জানালেন, কিছু কারণ তো রয়েইছে। তবে তার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। কিছুদিনের মধ্যেই নাকি যাবতীয় রহস্য ফাঁস হবে।
হিন্দি টেলিভিশন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় নাম দেবিনা গুরমীত। ‘রামায়ণ’এ রামচন্দ্র ও সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এছাড়াও পতি পত্নী অউর উয়ো, চিড়িয়াঘর, সন্তোষী মা সিরিয়ালে অভিনয় করেছেন দেবিনা।