লক্ষ্মী এল পর্দার রাম-সীতার ঘরে, নবজাতকের মিষ্টি ভিডিও শেয়ার করে সুখবর দিলেন গুরমীত-দেবিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরপর সুখবর টিনসেল টাউন থেকে। রবিবার মা হওয়ার সুখবর দিয়েছিলেন ভারতী সিং। সোমবার সারপ্রাইজ দিলেন গুরমীত চৌধুরী (Gurmeet Choudhary)  ও দেবিনা ব‍্যানার্জি (Debina Bonnerjee)। লক্ষ্মী পা রাখল পর্দার রাম সীতার সংসারে। সোশ‍্যাল মিডিয়ায় খুদের প্রথম ভিডিও শেয়ার করেছেন তাঁরা।

সোশ‍্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও শেয়ার করেছেন গুরমীত দেবিনা। ভিডিওর শুরুতে দেখা যায়, আস্তে আস্তে নিজের দু হাতের তালু খুলছেন অভিনেতা। তাঁর হাতের মধ‍্যে দেবিনার হাত। তিনি তালু দুটো ফাঁক করলে দেখা যায় ছোট্ট নবজাতকের পুঁচকে হাত।


ক‍্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমরা এই জগতে স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট কন‍্যা সন্তানকে। সবার ভালবাসা ও আশীর্বাদের জন‍্য ধন‍্যবাদ।’ কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন রামকমল মুখার্জি, সোনু সূদ, পায়েল দেব সহ আরো অনেকেই।

খাস উত্তর কলকাতার শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রেম করে বিয়ে করেছিলেন গুরমীত চৌধুরীকে। মন্দিরে হয়েছিল সেই বিয়ে। আক্ষেপ এতদিন ধরে রয়ে গিয়েছিল মনে। স্বামীকে বলেই রেখেছিলেন একবার অন্তত ধুমধাম করে সমস্ত রীতি আচার মেনে বিয়ের অনুষ্ঠান করার। দেবিনার আবদার ভোলেননি গুরমীত। অবশেষে গত বছর পূরণ হয় অভিনেত্রীর মনোবাসনা। তা সে দশ বছর পরেই হোক না কেন।

https://www.instagram.com/tv/Cb6s3zypaM-/?utm_medium=copy_link

দূর্গাপুজোর সময়ে কলকাতায় পা রেখে প্রথমেই কালীঘাটে মা কালীকে দর্শন করতে গিয়েছিলেন দেবিনা গুরমীত। কলকাতায় আসার তিন দিন পরেই সম্পূর্ণ বাঙালি মতে রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান সারেন গুরমীত দেবিনা। লাল বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।

মাথায় লাল চেলি, মুকুট। পাশে বাঙালি বরের সাজে রাজপুত্তুরের মতো লাগল গুরমীতকে। মাথায় টোপর পরে, কপালে চন্দনের ফোঁটা নিয়ে দিব‍্যি মানিয়েছিল তাঁকে। এবার দীর্ঘ ১১ বছরের দাম্পত‍্য জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পর্দার রাম সীতা।

সম্পর্কিত খবর

X