বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কালকেই কলকাতা শহরে পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে রয়েছে উন্মাদনাও। সেই উন্মাদনার পরিমাণ এতটাই বেশি যে অনেকেই হয়তো ভুলে গিয়েছিলেন আজ ভারতীয় ফুটবল দল সাফ কাফের ফাইনালে নামছে কুয়েতের বিরুদ্ধে। কিন্তু সেই সব অবজ্ঞা ভুলিয়ে আজ গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভসে ভর করে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে নিজেদের নবম সাফ শিরোপা জেতে নিল ভারত।
গত কয়েক ম্যাচ ধরে সাফ কাপে ভারতীয় দল একমাত্র যে প্রতিপক্ষের বিরুদ্ধে আটকে গিয়েছিল সেই প্রতিপক্ষের নাম হলো কুয়েত। সুনীল ছেত্রী অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হতে চলেছে এই দলটি। তিনি যে খুব একটা ভুল বলেননি সেটা বারবার প্রমাণিত হলো।
গ্রুপ পর্বের ম্যাচে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছিল এই প্রতিপক্ষের বিরুদ্ধে। আর ফাইনাল ম্যাচে শাবাইব আল খালীদের গোলে লিড নিয়েছিল তারাই। প্রথমার্ধে যারা মন দিয়ে খেলা দেখেছেন তারা এই ব্যাপারটা অস্বীকার করবেন না যে আজ ভারতকে বেশ চাপেই রেখেছিল তারা প্রথম ৪৫ মিনিট।
কিন্তু ভারতীয় দল প্রথমার্ধেই সমতায় ফেরে। সুনীল ছেত্রী তৈরি করা আক্রমণ থেকে ভারতকে সমতায় ফেরান লালরিনজুয়ালা ছাঙতে। অবশ্য গোলটায় গোটা আক্রমণ ভাগের অবদান ছিল। এরপর দ্বিতীয় আর্থে আর কোন দল এই গোলের মুখ খুলতে পারেনি। অতিরিক্ত সময়ের ১১৯ মিনিটে ম্যাচ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ভারত। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউট অবধি।
টাইব্রেকারে অভিজ্ঞ উদান্তা সিং পেনাল্টি মিস করায় চাপ বেড়েছিল ভারতের ওপর। পাঁচ পেনাল্টি কিকে ম্যাচের ফয়সালা হয়নি। লড়াই গড়িয়েছিল সাডেন ডেথ অবধি। সেই ভয়ংকর চাপের মুহুর্তে নিজের স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে দুটি পেনাল্টি বাঁচিয়ে ভারতের নবম শিরোপা নিশ্চিত করেন গুরপ্রীত।