গুটকা, পানমশলা বিক্রির উপর বাড়ল আরো ১ বছরের নিষেধাজ্ঞা, সিধান্ত এই রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ তামাক (Tobacco), গুটখা, পান মশলা, খৈনি ইত্যাদি জাতীয় পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করল দিল্লী (Delhi) সরকার। এই জাতীয় পণ্য সাধারণ মানুষের প্রভূত ক্ষতিসাধন করে। এই ধরণের পণ্য সেবনে মানুষের শারীরিক, মানসিক উভয়ই ক্ষতিগ্রস্থ হয়।

images 15 3

সমাজের সাথে মানুষও ক্ষতিগ্রস্থ হচ্ছে
বর্তমান প্রজন্মের সাথে সাথে এইসমস্ত দ্রব্য সেবনের ফলে ভবিষ্যতের প্রজন্মেরও ক্ষতিসাধন হয়। তামাক, গুটখা, পান মশলা, খৈনি সেবন একেবারেই সমাজের মঙ্গল সাধন করে না। উল্টে সমাজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

dc Cover buaurg1ahm662cullr8tjcpu83 20181001013553.Medi

নিষেধাজ্ঞা জারী করল দিল্লী সরকার
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই অ্যান্টি কেকিং এজেন্ট হিসাবে তামাক এবং নিকোটিন পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৬ সালে আইনের ৩ ধারা অনুসারে তামাকজাত দ্রব্য উৎপাদন, সঞ্চয় এবং সর্বোপরি বিক্রির উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নির্দেশ আবারও আরোপ করল দিল্লী সরকার। বুধবার খাদ্য সুরক্ষা কমিশনার ডিএন সিং আবারও এইসমস্ত পণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারী করেছে।

Smita Hari

সম্পর্কিত খবর