বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বড়সড় দুর্ঘটনার কবলে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। পাটনার দিকে যাওয়ার সময় ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। এই দুর্ঘটনায় বহু যাত্রীর হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি। দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েছেন রেলের কর্মীরা।
#Shocking| Four to five bogies of Bikaner-Guhawati Express have derailed near Moynaguri, Jalpaiguri district of #WestBengal. The train was going from Patna to Guwahati when it got derailed near Moynaguri. Rescue ops on. pic.twitter.com/cr8v6F1vKY
— Pooja Mehta (@pooja_news) January 13, 2022
উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় মানুষরাও উধারকাজে নেমেছেন। বাড়তি ফোর্সও ডাকা হয়েছে। আহতের ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ির সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
দুর্ঘটনার খবর কানে যেতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীন খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা। ফোনে প্রশাসনকে জরুরী নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি সমস্তরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।