বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। পরকীয়ার ক্ষেত্রেও একই কথা খাটে। যদি আপনি ধরা না পড়েই দিব্যি চালিয়ে যান তাহলে আপনার বুদ্ধির কদর করা উচিত। আর যদি ধরা পড়ে যান তাহলে কপালে অশেষ দুর্ভোগ। কিন্তু চিন্তা করে দেখুন তো পরকীয়া করতে গিয়ে স্বামী বা স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়া আর সারা বিশ্বের কাছে ধরা পড়া দুটোর মধ্যে বিস্তর ফারাক। দ্বিতীয় ঘটনাটাই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। বান্ধবীর সঙ্গে তাঁর চুম্বনের দৃশ্য দেখেছে গোটা দুনিয়া। তাও আবার একটি ফুটবল ম্যাচে। ঘটনাটা খুলেই বলা যাক তাহলে।
ইকুয়েডরের ফুটবল লিগের ম্যাচ চলছিল। মাঠে তখন যুযুধান দুই পক্ষ, বার্সেলোনা এস সি ও ডেলফিন এস সি। ম্যাচের মাঝে মাঝে ক্যামেরাও ঘুরছে গ্যালারিতে। লেন্সবন্দি হয়ে যাচ্ছেন দর্শক, সমর্থকরা। এরই মাঝে এক ব্যক্তির ওপর ফোকাস করে স্থির হয়ে যায় ক্যামেরা। কিন্তু সেদিকে তখন নজর নেই ব্যক্তির। পাশে বসে থাকা বান্ধবীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বসে রয়েছেন তিনি। হুশ ফিরতেই বুঝতে পারলেন তিনি সবটাই রেকর্ড হয়ে গিয়েছে ক্যামেরায়। শুধু তাই নয়, গোটা গ্যালারিই জায়ান্ট স্ক্রিনে দেখেছে এই দৃশ্য।
https://twitter.com/football_mumble/status/1218847362048761856
আসল চিন্তা এরপরেই মাথায় আসে। বাড়িতে স্ত্রীও টিভিতে দেখতে পাবেন তাঁর এই কাণ্ড। সঙ্গে সঙ্গেই বান্ধবীর থেকে মুখ ঘুরিয়ে নেন ব্যক্তি। তবে তাঁর এই হঠাৎ পরিবর্তনে বান্ধবী যে খুব একটা খুশি হননি তা তাঁর মুখ দেখেই স্পষ্ট। নেটদুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছে ব্যক্তির অভিব্যক্তি দেখে। আবার অনেকে সহমর্মিতাও প্রকাশ করেছেন তাঁর প্রতি।
https://www.instagram.com/p/B7hILyllCsI/?utm_source=ig_web_copy_link
এক ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তির নাম ডেইভি আন্দ্রাদে। ভিডিওর জন্য বেশ অস্বস্তিতে পড়েছেন তিনি। স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। লিখেছেন, এমন অপরাধ আর হবে না। স্ত্রীয়ের সঙ্গে তিনি ভাল আছেন ও থাকতে চান।