বাংলাহান্ট ডেস্ক : ২০২১ সালে পাকিস্তানের লাহোরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে জঙ্গি নেতা হাফিজ সইদের (Hafiz Saeed) বাড়ির কাছেই। ঘটনায় ৩ জন প্রাণ হারান বলে জানা যায়। তাছাড়া আরও ২৪ জন জখম হন ঘটনায়। তবে এই ঘটনা সরাসরি হাফিজের উপর হামলা কী না, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, এর আগে বহুবার হাফিজ সইদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু পাকিস্তানের দাবি এই ঘটনায় প্রত্যক্ষ হাত রয়েছে ভারতের।
পাকিস্তান ইন্টেলিজেন্সের দাবি এই ঘটনার মাস্টারমাইন্ড বাবলু শ্রীবাস্তব নামের এক ভারতীয় গ্যাংস্টার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রাণা সানাউল্লাহ এমনই সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন। সানাউল্লাহ বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে এই বিস্ফোরণের পিছনে ভারতের হাত রয়েছে। আমরা গোটা দুনিয়ার সামনে এই সমস্ত প্রমাণ রাখতে চাই। প্রমাণ করে দিতে চাই যে হাফিজের বাড়ির সামনপ যে বিস্ফোরণ হয় তা ভারতই করিয়েছে।’
রাণা সানাউল্লাহ এদিন আরও দাবি করে, ভারত নাকি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন টিটিপি অর্থাৎ তহরিক-এ-তালিবান-পাকিস্তানকে সমর্থন দেয় ভারত। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবের সন্ত্রাস দমন শাখার এসআইজি ইমরান মহমুদ দাবি করেন পাকিস্তানে টেরর ফান্ডিং করছে ভারত। পাকিস্তানের দাবি বাবলু ওরফে ওম প্রকাশ শ্রীবাস্ত আদতে ভারতীয় ইন্টেলিজেন্স র-এর সদস্য।
কী ঘটে সেদিন? একটি বড় গাড়িতে করে বিস্ফোরক আনা হয়। ওই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, যে জায়গায় এই বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে হাফিজের বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বিস্ফোরণের তীব্রতায় চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। পাকিস্তান ইন্টেলিজেন্সের দাবি এই লাহোরের জোহর টাউন এলাকায় থাকেন মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। সেখানেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ভয়বাহতা এতটাই ছিল যে সেই এলাকার ঘরবাড়িগুলির জানালার কাচ ও দেওয়াল ভেঙে যায়।