বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের রাজশাহীর বাঘায় তরুণ ও যুবকদের স্টাইলিশ চুল কেটে বখাটেদের মত ঘোরা আটকাতে সেলুন মালিকদের সাথে করা হল সভা। বাংলাদেশের তিন জেলার উপজেলা নির্বাহীর অফিসাররা সেলুন মালিকদের সাথে এই সভা করেন।
অফিসারদের দাবি তরুণ ও ছাত্র-যুবকেরাও চুল দাড়ি কেটে ঘুরে বেরালে তাদের বেমানান লাগে। এর পরের বারে অপরাধ প্রবণতা। এ যুবকরা জড়িয়ে পড়ে ইভটিজিং এর মত কেসে।
স্থানীয় সংবাদ মাধ্যমকে ওই অফিসের দাবি করেন, কোন হিরো কে দেখে ঐরকম বখাটের মত চুল কাটার জন্য বেশিরভাগ অভিভাবক ও শিক্ষিকারা মৌখিক অভিযোগ জানায়।
সেলুন সমিতির সাধারণ সম্পাদক ওই অফিসারদের জানান, ‘প্রশাসনের নির্দেশনায় আমরা স্টাইল করে চুল দাড়ি ও গোঁফ কাটা বন্ধ করে দিয়েছি স্বাভাবিক ভাবে চুল কাটতে কেউ রাজি না হলে প্রশাসনকে জানানো হবে। ‘