মেহবুবা মুফতিকে বড়সড় ঝটকা দিলো বিজেপি! আজ পিডিপি এর বড়বড় নেতারা যোগ দিলেন গেরুয়া শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের বিধান পরিষদ এর সভাপতি হাজি আনায়ত আলী সমেত কারগিলের কয়েকজন প্রধান নেতা সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর গজেন্দ্র সিং এর উপস্থিতিতে বিজেপির সদস্যতা গ্রহণ করেন। হাজি আনায়ত আলী ছাড়া লাদাখ স্বায়ত্তশাসি পার্শ্ববর্তী উন্নয়ন কাউন্সিলর, কার্গিল এর কার্যকারী কাউন্সিলর আলী হাসান আর ছয়জন অন্যান্য নেতা বিজেপির কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা এর সাথে সাক্ষাৎ করে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়া আনায়াত আলী সমেত বেশিরভাগ নেতাই পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এর সদস্য।

পিডিপি থেকে বিজেপিতে যোগ দেওয়া সদস্যদের স্বাগত জানিয়ে লাদাখের বিজেপি সাংসদ জাময়েন সেরিং নামগয়াল বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে এবং লাদাখ কে আলাদা করে দুটি কেন্দ্র শাসিত রাজ্য বানানোর জন্য কার্গিল জেলা সমেত গোটা রাজ্যে খুশির হাওয়া বইছে।

422317 bjp pdp

হাজি আনায়ত আলী সংবাদ মাধ্যমকে জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কার্গিলের মানুষেরা লাদাখের জন্য কেন্দ্র শাসিত রাজ্যের দাবি না করলেও, গেই ঘোষণার পর সবাই খুশি আছে। কারণ এবার থেকে কেন্দ্র সোজাসুজি লাদাখের সমস্যা গুলো দেখবে, আর সেগুলোর সমাধান করবে। এবার লাদাখ উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে, যেটা বিগত ৭০ বছরে হয়নি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দলে যোগ দেওয়া মোহসিন আলী, জাহির হুসেইন বাবর, কাচো গুলজার হুসেইন, আসদুল্লাহ মুনশি, মোহম্মদ ইব্রাহিম আর তাশি সেরিং এর নাম জানানো হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর