আসছে হজ! আরবের ভিসা নীতির জেরে যেতে পারবেননা বাংলাদেশি-পাকিস্তানিরা,ভারতের কী হবে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হজযাত্রা (Hajj 2025)। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রধান স্তম্ভ হজ। মনে করা হয়, আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার হজ যাত্রায় অংশ নেওয়া প্রধান কর্তব্য। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে আসেন পবিত্র হজে অংশ নিতে।

হজযাত্রা (Hajj 2025) নিয়ে এবার বড় আপডেট

তবে চলতি বছর বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা অংশ নিতে পারবেন না হজ যাত্রায় (Hajj 2025)। সম্প্রতি এমনটাই জানিয়েছে সৌদি প্রশাসন। সেদেশের সরকারের তরফে বিশ্বের মোট ১৪টি দেশের উপর ভিসায় স্থগিতাদেশ চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের (Pakistan)।

আরও পড়ুন : ফিরল ৮৭-র স্মৃতি, এক ধাক্কায় ৫ শতাংশ পতন ভারতের বাজারে, উধাও ২০ লক্ষ কোটি!

এমনকি সৌদি প্রশাসন ভারতীয় নাগরিকদের ভিসার ক্ষেত্রেও স্থগিতাদেশ জারির ঘোষণা করেছে। এই আবহে চলতি বছর পাকিস্তান, বাংলাদেশসহ ভারতের (India) মুসলমানরাও অংশ নিতে পারবেন না পবিত্র হজে। সূত্রের খবর, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদানেরও উপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

আরও পড়ুন : কপাল খুলবে মধ্যবিত্তের! নয়া সিদ্ধান্ত নিচ্ছে RBI! প্রকাশ্যে এল বড় আপডেট

জানা যাচ্ছে, সৌদি প্রশাসনের এই নির্দেশ অমান্য করলে অমান্যকারীকে ৫ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।সূত্রের খবর, ওমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসাসহ বিভিন্ন ভিসার ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। তবে ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

তারপর আর কোনও ওমরাহ ভিসাধারীকে সৌদি ভূমিতে প্রবেশের অনুমতি দেবে না প্রশাসন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হজযাত্রা চলাকালীন যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গত বছর হজযাত্রায় ঘটে যাওয়া বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সৌদি আরব আরও শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পথে হাঁটছে।

Hajj 2025 Restrictions for this country

হজযাত্রায় এসে অনেকেই দিনের পর দিন থেকে যান সৌদি আরবে। ওয়ার্কিং ভিসা ছাড়াই অনেক বিদেশি নাগরিক এই সময়টাতে এসে যুক্ত হয়ে পড়েন বিভিন্ন কাজে। যারফলে অনেকসময় ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। হজযাত্রা চলাকালীন বাড়তি ভিড় মোকাবিলা ও অপ্রীতিকর ঘটনা রুখতেই সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X