৪ টি দেশে নিজের বেস বানিয়ে নিল HAL, বৃদ্ধি পাবে তেজস ও হেলিকপ্টার রপ্তানি

বাংলাহান্ট ডেস্কঃ HAL এখন ভারতে (India) প্রস্তুত করা যুদ্ধ বিমান তেজসের উপর বেশি জোর দিচ্ছে। ভারতে প্রস্তুত করা যুদ্ধ বিমান তেজস এবং সৈন্য হেলিকপ্টার বাইরের দেশকে কেনার জন্য আহ্বান জানাচ্ছে। HAL এর প্রবন্ধক আর মাধন (R. Madhavan) বলেন, ‘HAL চার দেশে লজিস্টিক বেস বানানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। HAL এখন এই যুদ্ধ বিমান বানাতে বেশি করে নজর দিচ্ছে’।

biman

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গত মাসে সুরক্ষার বিষয়ে আগামী ৫ বছরের জন্য ৫ আরব ডলার নিয়োগ করেন। এবং সৈন্য হাতিয়ার নির্মাতাদের এই লক্ষ্য পূরণের জন্য নির্দেশ দেন। এই প্রসঙ্গে HAL তেজস বিমনা, রুদ্র হেলিকপ্টার বাচানর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার এবং উত্তর আফ্রিকার নির্বাচন করেছে।

সুরক্ষা বিষয়ক হাতিয়ার নির্মানের জন্য আর মাধন বলেন, ‘আমরা মালেয়শিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার (Srilanka) সুরক্ষা বিষয়ে জোর দিচ্ছি। আমরা এই দেশগুলোর অনেক সাহায্য করতে পারি। কারণ এই দেশগুলো ভারতের মতোই প্রতিবেশি দেশ থেকে বারবার আঘাত প্রাপ্ত হয়েছে। এবং পশ্চিম এশিয়ারও অনেক দেশও HAL এর উৎপাদিত অস্ত্র কেনার জন্য আগ্রহী’।

HAL এর বানানো যুদ্ধ বিমান প্রসঙ্গে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্যও দেখা যায়। ভারতীয় বায়ুসেনা ৪০ তেজস বানানোর অর্ডার অনেক আগেই দিয়ে দিয়েছে। চোখের পলকেই এই যুদ্ধ বিমান আকাশে উড়ে যেতে পারে। ২০০ কিমি দূর থেকেও শত্রুর মোকাবিলা করতে সক্ষম এই যুদ্ধ যান। ৫০০০০ হাজার ফুট উঁচুতে পারবে এই বিমান। ৯৫০০ কিলো ওজন একসঙ্গে নিয়ে আকাশে ওড়ার ক্ষমতা রাখে এই বিমান। এমনকি কম উঁচু থেকেও শত্রুর উপর হামলাও করতে পারে এই বিমান।

Smita Hari

সম্পর্কিত খবর