বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের কাছেই তাঁদের বিবাহের অনুষ্ঠান জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তবে, এবার এই ঘটনাকেই আরও স্মৃতিমুখর করে তুলতে ঘটল অভিনব এক ঘটনা। আমরা মূলত বিবাহের অনুষ্ঠানেই গায়ে হলুদের পাশাপাশি অন্যান্য আচার-অনুষ্ঠান দেখতে পাই। কিন্তু, থানাতে গায়ে হলুদের কথা আপনি কি কখনও শুনেছেন?
নিশ্চয়ই না! হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক অভিনব ঘটনা ঘটেছে রাজস্থানের প্রতাপগড়ে। জানা গিয়েছে যে, প্রতাপগড় জেলার অর্নদ মহকুমা সদর থানায় বিবাহের ছুটিতে যাওয়ার আগে এক মহিলা কনস্টেবলকে অনন্য উপায়ে বিদায় জানালেন সেখানকার পুলিশ অফিসার ও থানার কর্মচারীরা।
শুধু তাই নয়, সেখানকার সিআই অজয় সিং রাওয়ের নেতৃত্বে থানার সব কর্মীরা মিলেই আয়োজন করেন গায়ে হলুদেরও। আর এভাবেই ওই মহিলা কনস্টেবলকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ছুটিতে পাঠিয়েছেন তাঁরা।
বিয়ের আগে গায়ে হলুদের আয়োজন পুলিশকর্মীদের:
জানা গিয়েছে যে, আগামী ১৩ মে বিয়ে করতে চলেছেন মহিলা কনস্টেবল নাগু। যে কারণে তিনি ছুটি নিয়ে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, থানার সকলে যে তাঁর জন্য বিরাট চমকের ব্যবস্থা করেছেন তা আদৌ টের পাননি নাগু। এমতাবস্থায়, বিয়ের ছুটিতে যাওয়ার আগেই সিআই অজয় সিং রাও তাঁর কর্মীদের নিয়ে থানাতেই গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে ওই মহিলা কনস্টেবলের ছুটি মঞ্জুর করেন। এমনকি, নাগুকে হলুদও মাখিয়ে দেন তাঁরা।
থানাতেই সম্পন্ন হল আয়োজন:
মূলত, বিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশের মধ্যেই সম্পন্ন হয় গায়ে হলুদের আয়োজন। পাশাপাশি, অনেকসময়ই বর ও কনের বাড়িতে গায়ে হলুদের সময়ে গান এবং বিভিন্ন উপাচারের মাধ্যমে উদযাপিত করা হয় পুরো বিষয়টি। কিন্তু এক্ষেত্রে, মহিলা কনস্টেবল নাগুর বিয়ের উৎসব কার্যত শুরু হল তাঁর কর্মস্থল থেকেই।
হঠাৎ চমকে দিলেন পুলিশ কর্মীরা:
এই প্রসঙ্গে সংশ্লিষ্ট থানা আধিকারিক অজয় সিং রাও জানিয়েছেন যে, ওই মহিলা কনস্টেবলের বিয়ের কথা জানার সাথে সাথেই তিনি তাঁর গায়ে হলুদ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি, তিনি আরও জানান, নাগু যখন ডিউটিতে ছিলেন ঠিক তখনই তাঁরা তাঁকে অবাক করে দেন। এদিকে, থানায় গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার পর এবার নাগুর গ্রামেও সম্পন্ন হবে এই আচার। পাশাপাশি, ডিউটি শেষে সন্ধ্যা নাগাদ নাগুকে বিদায় জানান থানার কর্মীরা।