মিলবে কাজ! এবার কলকাতাগামী মালগাড়ি ছুটবে হলদিয়া বন্দর থেকেই, আসছে চিন ফেরত জাহাজও

   

বাংলাহান্ট ডেস্ক : হলদিয়া বন্দর এবার আরো উন্নত মানের হতে চলেছে। হলদিয়া থেকে কলকাতা (Kolkata) পর্যন্ত ছুটবে মালগাড়ি। হলদিয়া বন্দরে জাহাজ থেকে মালপত্র নামিয়ে সেখান থেকে ট্রফি করে কলকাতা নিয়ে যাওয়া হতো এতদিন। এবার হলদিয়া বন্দর থেকে সরাসরি কলকাতায় মালগাড়ির মাধ্যমে পৌঁছে যাবে মালপত্র। হলদিয়ায় জাহাজ থেকে নামানো মালপত্র তুলে দেওয়া হবে মান গাড়িতে।

সারা সপ্তাহে দুই থেকে তিনবার হলদিয়া কলকাতা মালগাড়ি চলবে। হলদিয়া ডক এবং কলকাতার মধ্যে মালগাড়ি চালু হলে মাল ওঠানো নামানোর জন্য শ্রমিকের প্রয়োজন হবে। তাই কর্মসংস্থান বাড়বে বলেই মনে করা হচ্ছে। রবিবার হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য ছিল একটি স্মরণীয় দিন। কারণ এদিন কলকাতা পর্যন্ত মালগাড়ি চালু করার পাশাপাশি হলদিয়া বন্দর থেকে পোর্ট লিঙ্ক এক্সপ্রেস চালু হল।

আরোও পড়ুন : ব্যাঙ্ক কর্তাদের এত ‘ইগো’ কীসের? কান মুলে দিল কলকাতা হাইকোর্ট, ৩ লক্ষের ফাইন

আবার চীনের সঙ্গে হলদিয়ার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। সরাসরি সাপ্তাহিক জাহাজ চালু করার উদ্যোগ নিয়েছে হংকংয়ের এসআইটিসি ইন্টারন্যাশানাল নামে একটি শিপিং সংস্থা। অমলকুমার মেহে, ডেপুটি চেয়ারম্যান হলদিয়া বন্দর সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হলদিয়া বন্দরে ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহে জানান, আজ এক স্মরণীয় দিন।

আরোও পড়ুন : এলাকার কাজ করতে পারছেন না! সোজা রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার, কী লিখলেন TMC বিধায়ক?

আজ চালু হয়ে গেল হলদিয়া থেকে কলকাতা মালগাড়ি। তিনি ম্যানেজমেন্ট এবং শুল্ক দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন। এবার থেকে মালগাড়ি করে কলকাতায় যাবে মালপত্র। সপ্তাহে দুই থেকে তিনটি ট্রেন যাবে। আবার সেখান থেকে ফেরত আসবে ট্রেন। আগে ট্রাকে করে মালপত্র কলকাতায় নিয়ে যাওয়া হতো। এবার সরাসরি হলদিয়া থেকে ট্রেনে মালপত্র পৌঁছাবে কলকাতায়।

787694 photo 1

সূত্রের খবর, এবার চীন থেকেও জাহাজ আসবে হলদিয়া বন্দরে। জুলাই থেকে আরও দুটি ভেসেল আসবে বলে খবর। মেয়ের সঙ্গে প্রতি সপ্তাহে যোগাযোগ বাড়বে হলদিয়ার। নেপাল কার্গো অনেকটা ভাইজ্যাগে চলে গিয়েছিল। সেটা এবার হলদিয়া পাবে। তাতে হলদিয়ার ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন দিগন্ত খুলে যাবে। শুধু তাই নয়, কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর