বাংলা হান্ট ডেস্ক: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে (Swarup Nagar) চঞ্চল্যকর ঘটনা। হাত-পা বাঁধা, ওড়না দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক তরুণীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোন্যাশপুর মাঠ থেকে এই দেহ উদ্ধার হয়। তরুণীর বয়স ২০-র আশেপাশে হবে বলে ধারণা পুলিশের। খুন বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীর হাত-পা বাঁধা ছিল, মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। সেখানে আগুন জ্বলছিল। পুলিশের অনুমান, খুনের পর দেহ লোপাট করতেই মুখে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
এদিকে এই ঘটনায় মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাথরসে টিম পাঠানো হলেও স্বরূপনগরে কেন টিম পাঠাচ্ছে না শাসক দল, এই নিয়ে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে দলনেতা। এদিকে ওই দেহের ভিডিওটি পোস্ট করে তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র (Sambit Patra)।
তিনি লিখেছেন, ‘বসিরহাটে এক তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং খুনের পর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে পুড়িয়ে দেওয়া হচ্ছে গোটা মানবতা ও মা, মাটি এবং মানুষের সংস্কৃতি। বাংলার মেয়ের সঙ্গে জঘন্য এই দৃশ্য হৃদয়বিদারক।’ এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মম বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেছেন তিনি। লিখেছেন, ‘নির্মম বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলায় আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারে আইনশৃঙ্খলা গুন্ডা, অপরাধী, ধর্ষক ও ডাকাতদের হাতে।’
बंगाल के उत्तर 24 परगना के बशीरहाट में एक लड़की की अपहरण, रेप और हत्या के बाद शरीर बांधकर सिर्फ चेहरा नहीं जलाया जा रहा है, जल रही है पूरी मानवता और मां, माटी व मानुष की संस्कृति।
बंगाल की इस बेटी के साथ जघन्यता का यह दृश्य रूह कंपा देने वाला है। निर्मम बनर्जी की सरकार राज्य के… pic.twitter.com/Tw1CadGTDU
— Sambit Patra (@sambitswaraj) September 29, 2023
অন্যদিকে, এই ঘটনায় পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ‘মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে এই ধরনের অপরাধ বাড়ছে, বাংলায় কমছে। আর ওই মহিলা বাংলাদেশি নাগরিক। এটা তো বিএসএফ-এর দেখা উচিত। তবুও রাজ্য পুলিশ এর মধ্যেই একজনকে গ্রেফতার করেছে। কীভাবে ওই মহিলা ভারতে ঢুকে পড়লেন এর জবাব অমিত শাহকে দিতে হবে।’