বাংলাহান্ট ডেস্কঃ নতুন সাংসদ ভবন (parliament building) তৈরি করার বিপক্ষে গেলেন কমল হাসান (kamal haasan)। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে নতুন সংসদ ভবনের ভূমি পূজা এবং ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সম্পন্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের মধ্যে প্রায় ৯৭১ কোটি টাকা খরচা করে এই নতুন সংসদ ভবন তৈরি কাজ সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে। কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রীকে মোদীর দিকে এক প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন অভিনেতা ও এমএনএম প্রধান কমল হাসান।
কমল হাসান প্রশ্ন তুলেছেন অর্ধেক ভারত যেখানে না খেয়ে রয়েছে, সেখানে ১০০০ কোটি টাকার নতুন সাংসদ ভবন তৈরি করার কি খুবই প্রয়োজন ছিল? পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর থেকে উত্তর চেয়ে ট্যুইটে বলেন, ‘করোনা মহামারির কারণে গোটা দেশের প্রায় অর্ধের মানুষ অভুক্ত রয়েছে। মানুষের জীবন বিপন্ন হয়ে রয়েছে। এই সময়ে ১ হাজার কোটি টাকা খরচা করে নতুন সংসদ ভবন কেন তৈরি করা হচ্ছে?’
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই নতুন সাংসদ ভবনে ২০২৪ সালের মধ্যে সকল সাংসদদের জন্য ৪০-৪০ বর্গমিটারের একটি করে অফিস রুম ববাদ্দ করা হবে। সেইসঙ্গে এই নতুন সংসদ ভবন অনেক মানুষকে রুজি রুটির সংস্থানও করে দেব বলেও জানা গিয়েছে।
সেইসঙ্গে এই সাংসদ ভবনে অনেক নতুন কিছু সংযোজন হচ্ছে, নকশাও খানিকটা বদল করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সদস্য আসন সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে সাংবাদিকদের আসন সংখ্যাও। পাশাপাশি লোকসভার থিম থাকছে জাতীয় পাখি ময়ূর এবং রাজ্যসভার থিম থাকছে জাতীয় ফুল পদ্ম রাখা হচ্ছে।