বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই ফের ভারতের (India) মাথাব্যথা বাড়াল পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে জৈশ-এ-মহম্মদ এবং লস্কর-এ-তৈবা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে হামাসের সদস্যরাও যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। হামাসকে এখনো সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ভারত (India) ঘোষণা না করলেও জৈশ-তৈবার জুটি যে ভারতের পক্ষে বিপজ্জনক হতে পারে তা স্বীকার করেছেন ওয়াকিবহাল মহল।
জৈশ-তৈবার সঙ্গে হামাসের মিটিংয়ে চিন্তায় ভারত (India)
জানা গিয়েছে, ৫ ই ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের সাবির শহিদ স্টেডিয়ামে হতে চলেছে এই প্রোগ্রাম। ‘কাশ্মীর সলিডারিটি অ্যান্ড আল আকসা ফ্লাড’ কনফারেন্সের নামে একটি বৈঠকের আয়োজন হয়েছে। হামাস নেতাদের পোস্টার লাগানো হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে ক্রমাগত সামরিক চাপের কারণে দুর্বল হয়ে পড়েছে জৈশ-এ-মহম্মদ। তার কারণেই এবার হামাসের সাহায্য নিতে হচ্ছে তাদের।
হামাসকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়নি: এখনো পর্যন্ত হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেনি ভারত (India)। তবে ইজরায়েলের তরফে বারবার এমন দাবি করা হয়েছে ভারতের কাছে। উল্লেখ্য, ২০২৩ সালে ইজরায়েল একই দাবি করে ভারতে (India) ২৬/১১ র হামলার জন্য দায়ী লস্কর-এ-তৈবাকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল।
আরো পড়ুন : ভুলে যাবেন বিদেশ! এবার ভারতেই তৈরি হচ্ছে বিশ্বের সেরা আকর্ষণ, বরাদ্দ হল কোটি কোটি টাকা
আগেও হয়েছে মিটিং: গত বছর অর্থাৎ ২০২৪ এ হামাস এবং লস্কর-এ-তৈবার মধ্যে একটি মিটিং হয়েছিল। দোহায় ওই মিটিং নিয়ে সতর্ক ছিল ভারত (India)। তার আগে ২০১৮ সালে হামাস নেতা সাইফুল্লাহ খালিদকে আমেরিকার ট্রেজারি বিভাগের তরফে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছিল। এই সাইফুল্লাহ আবার লস্কর-এ-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ঘনিষ্ঠ। আর এখন ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন এই প্রোগ্রাম ভারতের (India) জন্য চিন্তার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন : জি-কে “নকল” করতে গিয়ে “ফ্লপ” স্টার জলসা! পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো দেখে কটাক্ষ দর্শকদের
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পর ইজরায়েল প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আমেরিকা সফরে যান। এই সফরের সময় একটি যৌথ প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, যুদ্ধবিদ্ধস্ত গাজা দখল করবে আমেরিকা। সেখানে যে বোমাগুলি ফাটেনি তা শেষ করা হবে। ট্রাম্পের এই বিবৃতি নিয়ে যথেষ্ট বিতর্কও তৈরি হয়েছে।