স্বাস্থ্যকর্মীদের দ্বারা বড়ো গাফিলতি, পোলিও ড্রপের পরিবর্তে দেওয়া হলো হ্যান্ড স্যানিটাইজার

চরম গাফিলতির এক ছবি মহারাষ্ট্রের যবনমাল থেকে সামনে আসছে। যেখানে এক গ্রামে ১২ টি বাচ্চাকে পোলিও ড্রপের পরিবর্তে স্যানিটাইজার ড্রপ দিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদের এখন এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সবথেকে চিন্তার বিষয় এই যে বাচ্চাগুলির বয়স ৫ বছরের থেকে কম।

জেলার এক সরকারি কর্মকর্তা পুরো ঘটনাটি মিডিয়ার কাছে জানিয়েছেন। এই ঘটনায় যারা এমন গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে ভর্তির হওয়ার পর বাচ্চাগুলি এখন সুস্থ আছে বলে সূত্রের খবর।

IMG 20210207 124843

বাচ্চাগুলির উপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এবং এর জন্য চিকিৎসকদের টিম তৎপর হয়ে কাজ করছে বলেও জানা গেছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীকৃষ্ণ পঞ্চাল বলেন, পোলিও ড্রপের পরিবর্তে বাচ্চাগুলিকে সানিটাইজার দিয়ে দেওয়ার পর তারা বমি বমি ভাব অনুভব করছিল। একই সাথে বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়েছিল। ঘটনাটি বুঝে ফেলা মাত্র তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা প্রশাসন ঘটনার উপর পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে জানা গেছে যে পোলিও এর পরিবর্তে স্যানিটাইজার দেওয়ার সময় স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন আঙ্গনবাদী কর্মী এবং একটি আশা কর্মী উপস্থিত ছিলেন। ৩ জনকেই তাদের কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

সম্পর্কিত খবর