বাংলাহান্ট ডেস্ক : আজকাল হ্যান্ডমেড গহনার (Handmade Jewellery) চাহিদা বেশ বেড়েছে বাজারে। অনেকেই সোনা-রুপোর গহনার বদলে বিভিন্ন কারুকাজ করা হ্যান্ডমেড গহনা পরছেন বিভিন্ন অনুষ্ঠান-পার্বণে। তাই আজকাল এই ধরনের ব্যবসারও বেশ রমরমা বাজার। সারা বছরই এই ধরনের হ্যান্ডমেড গহনার চাহিদা থাকে।
হ্যান্ডমেড গহনার (Handmade Jewellery) ব্যবসা
ঘরে বসেই স্বল্প বিনিয়োগে শুরু করা যায় এই ব্যবসা (Business)। গলার হার থেকে শুরু করে কানের দুল, ফেব্রিকের উপর বিভিন্ন কারুকার্যের গহনা কিনতে পারেন পাইকারি দামেই। টেরাকোটার কারুকাজ করা কানের দুলের দাম শুরু হচ্ছে ২৫টাকা প্রতি পিস থেকে। এছাড়াও ১০০ টাকার মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অক্সিডাইজ, জুটের, বাঁশের ছালের রংবেরঙের কানের দুলের সমাহার।
এছাড়াও রয়েছে বিভিন্ন ডিজাইনের পেন্ডেন্ট। এই ধরনের হ্যান্ডমেড পেন্ডেন্টের দাম শুরু হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে। এমনকি ফেব্রিক বোর্ডের উপর শৈল্পিক নিদর্শনের পেন্ডেন্টও পেয়ে যাবেন খুবই সস্তায়।যারা দূরে থাকেন তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ডিজাইন পছন্দ করে অর্ডার করতে পারেন হ্যান্ডমেড কানের দুল, পেন্ডেন্ট।
আরোও পড়ুন : প্লেনের ৩ আসনের সারিতে টিকিট কেটেছেন দুটি? এই ছোট্ট উপায় মানলেই কেল্লাফতে, পুরো সিট হবে আপনার
পাইকারি ক্রয়ের জন্য নির্দিষ্ট নূন্যতম সংখ্যক গহনা আপনাকে অর্ডার দিতে হবে। এখান থেকে আপনি অত্যন্ত সস্তায় এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি (Handmade Jewellery) কিনে বাজার মূল্যে বিক্রি করতে পারেন। নির্দিষ্ট কিছু দোকান ধরা থাকলে সেখানেও সাপ্লাই দিতে পারেন এই ধরনের গহনা। এমনকি ঘরে বসে অনলাইন মাধ্যম ব্যবহার করেও শুরু করতে পারেন এই ব্যবসা।
এই ধরনের হ্যান্ডমেড গহনার পাইকারি ক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন – রাজশ্রী জেনারেল স্টোর্স, 9B/1, মধুসূদন মুখার্জি রোড, কলকাতা- 700116। ফোন নম্বর – 9073485579। খড়দা বলরাম হাসপাতালের কাছেই রয়েছে এই বিখ্যাত দোকানটি। কেবলমাত্র বুধবার বাদ দিয়ে সপ্তাহের অন্যদিনগুলিতে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকে এই দোকান।