আজব কাণ্ড! রাস্তার পাশেই ছিল টিউবওয়েল, তাঁর উপর দিয়েই ঢালাই করে দিলেন ইঞ্জিনিয়ার

বাংলাহান্ট ডেস্ক : এ যেন ইঞ্জিনিয়ারিংয়ের এক বিচিত্র কর্মকার্য। রাস্তার উপর থাকা টিউবওয়েলের উপর দিয়েই হয়ে গেল ঢালাই। যে ছবি দেখে নেট দুনিয়া বলছে ইঞ্জিনিয়ারিংয়ের এক “বিস্ময়কর চিত্রকলা!” ঘটনাস্থল ভেলোর। কিছুদিন আগেই যে জায়গার একটি রাস্তার চিত্র ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

ছবিতে দেখা গিয়েছিল রাস্তার পাশে দাঁড় করানো আছে একটি মোটর বাইক। সেই দাঁড়িয়ে থাকা মোটর বাইকের চাকার উপর দিয়েই তৈরি হয়েছে ঢালাই রাস্তা। রাস্তা ঢালাইয়ের দায়িত্বে থাকা কর্তাদের কর্মকাণ্ডে হতবাক হয়েছিলেন অনেকে। এবার অনেকটা সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো ভেলোরেই।

ভেলোরের পুর নিগমের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল টিউবওয়েল সহ রাস্তা ঢালাই করে দেওয়ার! স্থানীয় সূত্র জানা গেছে, রাস্তার পাশে নর্দমা তৈরির কাজ চলছিল পুরসভার পক্ষ থেকে। সেই কাজ চলাকালীন এই কান্ড ঘটে। এই ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই ভেলরের মেয়র সুজাতা আনন্দকুমার বলেন,”আমরা ওই কাজটির চুক্তি বাতিল করেছি ইতিমধ্যে। যে ইঞ্জিনিয়ার এই কাজে বহাল ছিলেন তার কাছে জবাব চাওয়া হয়েছে।”

পুরসভার এই কাণ্ডজ্ঞানহীন কাজ কর্মের পুনরাবৃত্তিতে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ বারবার এই বিষয়ে অভিযোগ জানালেও পুর কর্তাদের হুঁশ ফিরছে না। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই কাজের সাথে জড়িত সকলকে বরখাস্তের দাবি উঠেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর