এবার মেয়েদের চোখের জল মোছার জন্য রয়েছে ভাড়া করা হ্যান্ডসাম পুরুষ!

 

বাংলা হান্ট ডেস্ক : মেয়েরা সবসময়ই সংবেদনশীল হয়ে থাকে। সঙ্গীর সাথে মনোমালিন্য হলে চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু ধারা। সেই অশ্রু থাকলে মোছানোর জন্যই রয়েছে ভাড়া করা হ্যান্ডসাম পুরুষ।

জাপানের মেয়েরা চোখের জল মোছার জন্য মোটা টাকার বিনিময় অনলাইনে ভাড়া করছে হ্যান্ডসাম পুরুষ। একাকিত্বে চোখের জল ফেলার থেকে হ্যান্ডসাম পুরুষের সামনে কাঁদলে মন বেশি হালকা হয় এমনটাই ধারণা জাপানের মেয়েদের।

জাপানের এক সংস্থা ‘হিরোকি’ এই ব্যবস্থা চালু করেছেন। এই সংস্থা থেকে অনলাইনে হ্যান্ডসাম পুরুষ ভাড়া করা যায়। এই ভাড়া করা পুরুষদের নাম হল ‘হ্যান্ডসাম উইপিং বয়’। এদের কাজ হলো যত্ন সহকারে মেয়েদের চোখের জল মোছানো, এবং তাকে সান্তনা দেওয়া।

সম্পর্ক ভেঙে গেলে বা বিবাহ বিচ্ছেদ হলে ছেলেরা নিজেদের বিনোদনের সাহায্যে সবটা সামলে নিলেও কান্নাকাটি জুরে দেয় মেয়েরা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এই সংস্থা এমন অভিনব ভাবনা মাথায় এনেছেন। এতে লাভও নেহাত কম নয়।

বিচ্ছেদের পর সুর্দশন পুরুষকে পেতে তো সব মেয়েদেরই মন চায়।তার ওপর সে আবার যত্ন সহকারে যদি চোখের জল মুছিয়ে দেয় তাহলে তো আর কথাই থাকে না।জানা গিয়েছে গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই সংস্থার।এতে করে জাপানের বেকার পুরুষদের কাজের একটি ঠিকানাও পাওয়া গিয়েছে।

কাদের জন্য করতে অনলাইনে পুরুষ বুক চাইলে শুধু নিজের নাম স্থান ও সময় উল্লেখ করে দিতে হবে হ্যান্ডসাম পুরুষ ঠিক সময়ে পৌঁছে যাবে নির্ধারিত জায়গায়।তারপর সোহাগ করে মুছিয়ে দেবে চোখের জল।

Udayan Biswas

সম্পর্কিত খবর