মুসলিম ধর্ম নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় পাকিস্তানে মৃত্যুদণ্ড দেওয়া হলো এক মুসলিম শিক্ষককে

বাংলা হান্ট ডেস্ক: ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জুনাঈদ হাফেজ নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের একটি আদালত।

IMG 20191222 WA0048

প্রসঙ্গত ২০১৩ সালের ফেসবুকে পবিত্র কোরান শরিফ এবং হযরত মহম্মদকে নিয়ে কটুক্তি করে পোস্ট করেন জুনাঈদ। শুধু ফেসবুকে পোস্টই নয়, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তিনি মৌখিকভাবে ও কোরআন শরীফ এবং হযরত মহাম্মদকে নিয়ে অবমাননা করে কথাবার্তা বলেন।

তারপরে তোলপাড় হয়ে যায় পাকিস্তান, পাকিস্তান ইসলাম অবমাননার পর জুনায়েদ হাফিজের বিচারের দাবি জানিয়ে পাকিস্তানে ব্যাপক আন্দোলন হয়। ২০১৪ সালে তার আইনজীবী পাকিস্তানে বিশিষ্ট মানবাধিকার কর্মী রশিদ রেহমাকে হত্যা করা হয়।

এরপর থেকেই জুনায়েদ হাফিজকে কারাগারে রাখা হয়। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে শনিবার তাকে ফাঁসির নির্দেশ দেয় আদালত। বিতর্কিত ধর্ম অবমাননা নিরোধ আইনে বিশ্ববিদ্যালয়ের এই লেকচার কে মৃত্যুদণ্ড দেয় আদালত।

সম্পর্কিত খবর