গ্রুপ D দুর্নীতি নিয়ে শোরগোল হতেই করুণ পরিণতি! চরম সিদ্ধান্ত নিলেন তৃণমূল বিধায়কের আত্মীয়

বাংলা হান্ট ডেস্কঃ একরাতেই শেষ হয়ে গেলো সমস্ত লড়াই। রাজ্য সরকারি দফতর থেকেই উদ্ধার হল গ্রুপ-ডি কর্মীর ঝুলন্ত দেহ! আত্মঘাতী তৃণমূল বিধায়কের আত্মীয়। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের (Birbhum) বোলপুর থানা এলাকায় ৷

মৃত ব্যক্তির নাম অরিজিৎ সিনহা (Arijit Sinha)। ২০১০ সালে সরকারি চাকরি পান তিনি। সেই থেকেই অরিজিৎ বোলপুরের খাদ্য সরবরাহ দফতরের গ্রুপ ডি কর্মী। বর্তমানে আদালতে চলছে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা৷ সেই মামলার জেরেই মৃত গ্রুপ-ডি কর্মীকে তলব করে সিবিআই। এরপরেই করুণ সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

মৃতের পরিবার সূত্রে অভিযোগ, কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তাকে ডাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অরিজিৎ৷ তাঁর মনে আশংকা তৈরি হয়েছিল, নিয়োগ দুর্নীতির গেরোয় পড়ে হয়তো তাঁকেও চাকরি হারাতে হবে। আর তাই মানসিক অবসাদে দফতরের মধ্যেই আত্মঘাতী হন ওই সরকারি কর্মী৷ জানা গিয়েছে, তিনি বীরভূমের লাভপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিজিৎ সিনহা ওরফে রানা সিনহার আত্মীয়।

employee suicide

মৃতের পরিবার তরফে দাবি, মঙ্গলবার রাতে পর্যন্ত তিনি নিজ দফতরেই কাজ করছিলেন৷ ফেরেননি বাড়ি। এরপর বুধবার সকালে দফতরের অন্যান্য কর্মীরা কাজে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় রীতিমতো স্তম্ভিত গোটা এলাকার মানুষ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর