বাংলা হান্ট ডেস্কঃ হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে ধীরে ধীরে নিজেদের তদন্তের জাল গুটিয়ে আনতে শুরু করে দিলো সিবিআই। হাইকোর্ট দ্বারা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পরই তাদের আসরে নামতে দেখা যায়। গতকাল হাঁসখালি কাণ্ডে প্রধান অভিযুক্ত ব্রজ গোপালের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালিকে গ্রেফতার করা হয়। এদিন তাকে চার দিনের সিবিআই হেফাজতের রায় দিলে রানাঘাট মহকুমা আদালত। তবে এসকল বিষয়কেও ছাপিয়ে এদিন আদালতে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক দাবি করল সিবিআই।
হাঁসখালি ধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই নিরুদ্দেশ ছিল মূল অভিযুক্ত ব্রজ গোপালের বাবা সমরেন্দ্র গোয়ালি। তবে শেষ পর্যন্ত সিবিআইয়ের জালে ধরা পড়ে সে। এরপর বেশ কয়েকবার সিবিআইয়ের তলবের মুখে পড়তে হয় তাকে এবং গতকাল তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় এবং সেখানেই বিচারপতির সামনে সিবিআই দাবি করে যে, গত 4 ঠা মার্চ হাঁসখালিতে কি কি ঘটেছিল, তার সবকিছু সম্পর্কেই অবগত ছিলো মূল অভিযুক্তর বাবা। সে নাকি ফোন করে তার ছেলেকে ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছিলো। এমনকি নাবালিকার মৃত্যুর পর তার পরিবারকে ধমকানোর পিছনেও হাত ছিল তৃণমূল নেতার। এরপর সিবিআই আইনজীবী দাবি করেন, সমরেন্দ্র গোয়ালি প্রভাবশালী হওয়ার কারণে তার প্রভাবকে কাজে লাগিয়ে নির্যাতিতাকে হাসপাতালে যেতে বাধা দেয় এবং মৃতদেহ পোড়ানোর ব্যবস্থাও করে দেয়।
সূত্রের খবর, এদিন শুনানির পর তৃণমূল নেতার চার দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে গতকাল তার বন্ধু হিসেবে পরিচিত এক ব্যক্তিকেও গ্রেফতার করে সিবিআই। তাকেও এদিন চারদিন হেফাজতের নির্দেশ দেয় কোর্ট। তবে যার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে জানায়, “এখন আমি কিছু বলবো না, যা বলবো সব পরের শুনানিতে।”