বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, নদীয়া জেলার হাঁসখালিতে এক নাবালিকা মেয়ের ধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি আর গতকাল এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক যে আরো বৃদ্ধি পেয়েছে, তা বলা বাহুল্য। আর এবার তাঁর ওই মন্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। এক জন মুখ্যমন্ত্রী হয়ে কী ভাবে এমন কথা তিনি বলতে পারেন, সে প্রশ্নও তুলেলেন এদিন।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাঁসখালি কাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শোনা যাচ্ছে যে এক নাবালিকা ধর্ষণের কারণে মারা গেছে, আপনারা কি এটাকে ধর্ষণ বলবেন? সে কি গর্ভবতী ছিল নাকি কোনো প্রেমের সম্পর্ক ছিল? আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি। অভিযুক্ত ব্যক্তিকে ধরা হয়েছে। আমাকে বলা হয়েছে যে ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবার এর সম্পর্কে অবগত ছিলো বলে জানা গেছে। যদি কোনো যুগল পরস্পর সম্পর্কে থাকে তবে আমি কি এটা বন্ধ করতে পারি? এটা উত্তরপ্রদেশ নয় যে এখানে লাভ জিহাদ বিরোধী অভিযান চলবে। এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে কোনো খারাপ কাজ করলে পুলিশ নিশ্চয় দোষীদের গ্রেপ্তার করবে।” আর এরপরেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনায় নামেন বিরোধী দল থেকে একাধিক বিশিষ্টজনেরা।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা করে নির্যাতিতার বাবা বলেন, “উনি এক জন মুখ্যমন্ত্রী হয়ে এই কথা কেমন করে বললেন?” এরপর অভিযুক্তদের ফাঁসির দাবিও জানাতে দেখা যায় তাঁকে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বির্তক মাঝেই আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন। আদালতও বিষয়টি বিবেচনা করে দেখার কথা জানিয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত এবং তার এক বন্ধুকে গ্রেফতার করেছে। তবে বর্তমানে এই ঘটনার ফলে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা সরকার কিভাবে করে, সেদিকেই তাকিয়ে সকলে।