প্রথম টেস্টে কে সুযোগ পাবেন? ঋষভ নাকি ঋদ্ধিমান? জানিয়ে দিলেন হনুমা বিহারি

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে দুই উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman saha) এবং ঋষভ পন্থ (Rishav pant) দু’জনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। আর এটাই মাথা-ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচে কে সুযোগ পাবেন ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ? এই নিয়েই চলছে জোর জল্পনা।

ইতিমধ্যে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পরেছে এই দুজনের মধ্যে কাকে সুযোগ দেওয়া যায় এই নিয়ে। কারণ দুজনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে, দুজনেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রান পেয়েছেন। আর সেই কারণেই কাকে বাদ দিয়ে প্রথম টেস্টে কাকে সুযোগ দেওয়া হবে এই নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারি এই প্রসঙ্গে বললেন, দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। তবে দলের মধ্যে এই ধরনের সুস্থ প্রতিযোগিতা দলের পক্ষেই ভালো বলে মনে করেন তিনি।

258062633cf126d07d891732da062bfd289096d7c10bddbdc327b8eef5d8e9ec1815fd7e1

প্রথম প্রস্তুতি টেস্ট ম্যাচে অপরাজিত 54 রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। আর তাই এই দু’জনের রান পাওয়ায় এখন চিন্তায় বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যেহেতু দুজনেই প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন এবং দুজনই ভালো উইকেট রক্ষক তাই কাকে বাদ দিয়ে কাকে দলে নেওয়া হবে সেই নিয়ে চলছে নানান প্রশ্ন। হনুমা বিহারি বলেন, এই ব্যপারটা পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট এর উপর। নিজের খেলা নিয়ে বিহারী বললেন, ভারতীয় দলে আমাকে সাত নম্বর নামানো হয় তবে উপরের দিকে নামালেও আমার কোন অসুবিধা হবে না। কারণ রঞ্জিতে আমি তিন নম্বরে ব্যাটিং করি তাই উপরের দিকে খেলার অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে বল হাতেও নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে হনুমা বিহারির।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর