বাংলা হান্ট নিউজ ডেস্ক: অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ে সকলেই বুঝে গিয়েছিলেন যে হনুমা বিহারী (Hanuma Vihari), গুণগত দিক দিয়ে বিশাল মানের ক্রিকেটার না হলেও তার জেদ তাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় দলের অংশ নন। এই মুহূর্তে নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলছেন। সেখানে আরও একবার নিজের হার না মানা মানসিকতার পরিচয় দিলেন হনুমা।
প্রথম দিন ব্যাট করতে নেমে অন্ধ্রপ্রদেশ অধিনায়ক, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মধ্য প্রদেশের পেসার আবেশ খানের ডেলিভারিতে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। পরে তার কব্জির স্ক্যান করলে রিপোর্টে ধরা পড়ে যে তার কব্জিতে ফ্র্যাকচার হয়েছে। তার বাকি ইনিংসে ব্যাট করা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়।
কিন্তু দলের প্রয়োজনের সময় এই চোট তাকে দূরে রাখতে পারেনি। নয় উইকেট পড়ে যাওয়ার পর ওই ভাঙ্গা হাত নিয়েই ব্যাট করতে নামেন বিহারী। নিজের ডান কব্জি যাতে কোন রকম অসুবিধা না হয় তাই বাঁ হাতে ব্যাট করেন তিনি। সেই সময় ক্রিজে ললিত মোহনের সঙ্গে ২৬ রানের পার্টনারশিপ করে অন্ধ্রপ্রদেশকে ৩৭৯ রান অবধি পৌঁছে দেন হনুমা।
— cricket fan (@cricketfanvideo) February 1, 2023
২০২১-এ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দলের অন্যতম অংশ ছিলেন হনুমা বিহারী। যদিও পরবর্তীকালে অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ারের উত্থানের কারণে তিনি ভারতীয় দল থেকে বাদ পড়েন এবং এখনও তার এই টেস্ট স্কোয়াডের সুযোগ পাওয়ার কোন সম্ভাবনা নেই। তা সত্ত্বেও একবার বিশ্ব ক্রিকেটের মন এভাবে যেতে নিলেন হনুমা।
রঞ্জি ট্রফির প্রসঙ্গে আরেকটি ব্যাপার উল্লেখ করা যায়। অপর একটি কোয়ার্টার ফাইনালে একে ওপরের মুখোমুখি হয়েছে ঝাড়খন্ড এবং বাংলা। ম্যাচের প্রথম দিনে ঝাড়খন্ডকে ১৭৩ রানে অলআউট করার পর প্রতিবেদনটি লেখার সময় বাংলা স্কোর ৩ উইকেট হারিয়ে ১৫৬। অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ কুমার ঘরামীর অর্ধশতরান বাংলাকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে।