বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ পর্যায় চলছে। দলের গঠন প্রতিনিয়ত বদলাচ্ছে। সম্প্রতি বিরাট কোহলির ছেড়ে দেওয়া টেস্ট অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দল থেকে দীর্ঘদিন পরে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের মতো ভারতীয় টেস্ট দলের হয়ে বহু যুদ্ধের নায়ক। তবে এইমুহূর্তে ভারতীয় দলে এমন একজন ক্রিকেটার রয়েছেন যিনি নিজেই নিজেকে দল থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন।
ভারতীয় দলের এই তরুণ খেলোয়াড়ের নাম হনুমা বিহারী। বিহারী টেস্ট ক্রিকেটের স্কোয়াডে দীর্ঘদিন ধরেই সামিল রয়েছেন। কিন্তু ভারতের হয়ে ধারাবাহিকভাবে সুযোগ তিনি কোনওদিনই পায়নি। যখন ভারতীয় দলের হাতে কোনও অপশন বাকি থাকে না শুধুমাত্র তখনই তিনি সুযোগ পান। সেই স্বল্প সুযোগেও ভালো পারফর্ম করেছেন, কিন্তু তার স্থান কখনই নিশ্চিত হয়নি। রাহানে, পূজারার মতো অভিজ্ঞদের দলে বাদ দেওয়ার পরও এই খেলোয়াড় একাদশে থাকবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। এদিকে, ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর, বিহারী সম্পর্কে একটি বড় তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে বিহারি দলে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য নিজেকে বাইরে রাখতে চেয়েছিলেন। পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে একটি বড় সত্য।
২০১৯ সালে, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই সিরিজে ষষ্ঠ ব্যাটার হিসেবে নির্বাচিত হন বিহারী। তিনি সিরিজের প্রথম টেস্ট খেলেন এবং প্রথম ইনিংসে মাত্র ১০ রান করার পর আউট হন। সেই সিরিজে দলে জায়গা করে নিতে লড়ছিলেন বিহারি। তারপর প্রথম ম্যাচের পর তিনি শ্রীধরের কাছে গিয়ে দলের জন্য চিন্তা করে নিজেকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি জানান। সেই ঘটনা স্মরণ করে শ্রীধর বলেন, “বিশাখাপত্তনম টেস্টের সময়, আমার মনে আছে তিনি (হনুমা বিহারী) আমার কাছে এসেছিল এবং বলেছিল ‘স্যার, আমার এই টেস্ট খেলা উচিত হয়নি।’ যদিও জামাইকায় শেষ টেস্টে সেঞ্চুরি করায় হনুমা সেই টেস্ট খেলেছিলেন।”
এরপর হনুমা বিহারী শ্রীধরকে বলেছিলেন, ‘স্যার, আমার পরের টেস্ট খেলা উচিত নয়। আমাদের একজন অতিরিক্ত বোলার মাঠে নামা উচিত কারণ আমরা যেভাবে ব্যাটিং করছি তাতে আমাদের ৬ জন ব্যাটারের প্রয়োজন নেই। সেই সিরিজে রোহিত দুর্দান্ত ফর্মে ছিলেন, ময়ঙ্ক আগরওয়ালও দুর্দান্ত ব্যাটিং করছিল এবং সেই সময়ে ভারতে এটাই ছিল তার প্রথম টেস্ট।