দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় হামলা, পুলিশকর্মী সহ অনেকেই আহত

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, কর্ণাটক ও বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে গত ১০ এপ্রিল রামনবমীর শোভাযাত্রায় দুর্বৃত্তদের পাথর ছোড়ার ঘটনা সামনে আসে। এরপর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় বিশাল পুলিশবাহিনী।

উক্ত ঘটনায় গুজরাটে একজনের মৃত্যুও হয়েছে। এরপর মধ্যপ্রদেশ, গুজরাটে উপদ্রবীদের বিরুদ্ধে কড়া অ্যাকশণ নেয় প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয় হামলাকারীদের বাড়ি, ঘর, সম্পত্তি। গ্রেফতারও হয়েছে অনেকে। আর এবার রামনবমীর পর হনুমান জয়ন্তীতেও অশান্তির খবর পাওয়া যাচ্ছে।

   
প্রাপ্ত খবর অনুযায়ী, দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনা সম্মানে এসেছে। এ হিংসায় পুলিশসহ বহু লোক আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, শোভাযাত্রায় উপস্থিত ভক্তদের উপর আচমকাই পাথর ছোড়া শুরু হয়, এরপর হিংসা ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর