বাংলাহান্ট ডেস্কঃ সংকটকালে ভগবান হনুমানকে স্মরণ করতে হনুমান চল্লিশা (Hanuman Chalisa) পাঠ বাঞ্ছনীয়। কথিত আছে, প্রতিকূল পরিস্থিতিতে ভগবান হনুমানকে (Hanuman) স্মরণ করলে, তিনি সহায় হবেন। বর্তমান সময়ে করোনা মহামারির কারণে গৃহবন্দি মানুষজন দেব দেবীর উপর আরও বেশি করে ভরসা রেখেছেন। তবে এক সমীক্ষা জানিয়েছে, এই লকডাউনের সময়কালে হনুমান চল্লিশা পাঠ সর্বাধিক রেকর্ড করেছে।
বিশ্ব রেকর্ড
গত ১৫ ই আগস্ট এই হনুমান চল্লিশা নিয়ে আরও একটি বিশ্ব রেকর্ড ঘটেছে। ৬০ টি দেশের প্রায় ১ লক্ষ মানুষ একসঙ্গে হনুমান চল্লিশা পাঠ করেছেন। প্রয়াগরাজের বড় হনুমান মন্দিরের ছোট মহন্ত যোগ গুরু স্বামী আনন্দ গিরির নেতৃত্বে একটি অনলাইন ইভেন্ট সংগঠিত করা হয়েছিল। তিনি জানিয়েছেন, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সিলিকন অন্ধ্র নামে একটি সংস্থা তাঁর কাছে এক প্রস্তাব রেখেছিল।
হনুমান চল্লিশা পাঠ
যোগ গুরু স্বামী আনন্দ গিরি জানিয়েছেন, সেইমত ১৫ ই আগস্ট জুম অ্যাপের মাধ্যমে এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়েছিল। সেই সময় একসঙ্গে ৬০ টি দেশের প্রায় ১ লক্ষ মানুষ একই সুরে হনুমান চল্লিশা পাঠ করেছিলেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সমস্ত অনুষ্ঠানটি দেখে শুনে বিচার করে তারা একটি প্রশংসা পত্রও দিয়েছে।
হনুমান চল্লিশায় বিশেষ শক্তি আছে
স্বামী আনন্দ গিরি জানিয়েছেন, এদিনের এই অনুষ্ঠানে ভারতের জলবিদ্যুৎ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গাপুরম কিশন রেড্ডিও অংশ নিয়েছিলেন। সকলেই আশাবাদী, হনুমান চল্লিশায় এমন এক বিশেষ শক্তি আছে, যার দ্বারা পৃথিবী একদিন ঠিকই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে।