বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর গত ১৩ ফেব্রুয়ারি থেকে মহাসমারোহে ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল এয়ার শো (Bangalore Air Show 2023)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)-র উদ্বোধন করা এই “এরো ইন্ডিয়া ২০২৩”-এর অন্যতম আকর্ষণ ছিল HLFT- 42 বিমানটি। ওই বিমানের মডেলটি তৈরি করেছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited, HAL)। এমন পরিস্থিতিতে, বিমানের ওই মডেলটিতে হনুমানের একটি ছবি রাখা হয়।
এদিকে, বিমানে থাকা হনুমানের ছবির প্রসঙ্গে শুরু হয় বিতর্কও। তারপরেই রাতারাতি উধাও হয়ে গিয়েছিল সেই ছবি। এমন পরিস্থিতিতে, গত শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ছিল “এরো ইন্ডিয়া ২০২৩”-এর শেষ দিন। আর সেইদিনই বিমানের লেজে ফের দেখা মিলল হনুমানের ছবির ওই স্টিকারের।
তবে, ওই ছবিকে ঘিরে বিতর্কের পর সেটি আবার কেন ফিরিয়ে আনা হল, তা অবশ্য জানায়নি HAL। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরে “এরো ইন্ডিয়া ২০২৩” বা বিমান মেলার ১৪ তম সংস্করণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইখানেই হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড শব্দের চেয়েও দ্রুতগামী প্রশিক্ষণ বিমান HTLFT- 42-র প্রদর্শন চলছিল।
এমতাবস্থায়, প্রথমে ওই বিমানের লেজে দেখা যায় গদা হাতে হনুমানের একটি ছবিকে। পাশাপাশি ওই ছবির নিচেই লেখা ছিল “ঝড় আসছে…”। এদিকে, বিমানের ডানায় কেন হনুমানের ছবি থাকবে, তা নিয়ে সরব হয় বিভিন্ন মহল। মূলত, এই ঘটনা বিরোধী দলগুলি একটি নির্দিষ্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা হিসেবে দেখছিল। তারপরেই ওই ছবি উধাও হয়ে গেলেও “এরো ইন্ডিয়া ২০২৩”-এর শেষ দিনে ফের দেখা মিলল সেটির।
HLFT-42 বিমানের বিশেষত্ব: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি একটি নেক্সট জেনারেশনের সুপারসনিক ট্রেনার জেট। এই বিমানের মডেলটি অত্যন্ত অত্যাধুনিক। কারণ এতে মডার্ন অ্যাভিওনিক্সের মতো আশ্চর্যজনক ফিচার রয়েছে। যেমন অ্যাক্টিভ ইলেট্রনিক্যালি স্ক্যানড অ্যারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং ওয়ার কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকের মত গুরুত্বপূর্ণ ফিচার্স। এমতাবস্থায়, এই বিমান প্রতিরক্ষার দিক থেকেও প্রভূত সাহায্য করবে।