হেলাফেলা করবেন না, নুনের গুণেই কিন্তু বাড়িতে ফিরবে সুখ সমৃদ্ধি! কিভাবে……

বাংলাহান্ট ডেস্কঃ রান্নার কাজে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হল নুন (salt)। এই নুন রান্নায় স্বাদ আনতে সাহায্য করে। বেশি নুন যেমন রান্নাকে বিস্বাদ করে তোলে, তেমনই কিন্তু আবার রান্নায় সঠিক পরিমাণ নুন প্রয়োগে রাধুনির গুণগান হয়। তবে শুধুমাত্র রান্নার কাজে নয়, বাস্তুবিদদের মতে- এই নুনের সঠিক ব্যবহার মানুষের সৌভাগ্য ফেরায়। কিভাবে? জেনে নিন-

unnamed 73

বাড়ির প্রধান দরজা, যেখান দিয়ে সকলে যাতায়াত করে, সেই দরজার পিছন দিকে অথবা মাঝখানের দিকে একটি পাত্র কিছুটা নুন রাখুন। তবে মনে করে অবশ্যই ১০ দিন অন্তর এই নুন বদলে দেবেন। এতে করে পরিবারের সদস্যদের উপর থেকে নেগেটিভ এনার্জির প্রভাব কমতে থাকবে।

বাড়িতে অসুস্থ ব্যক্তির মাথার পাশে একটি পাত্রে নুন রেখে তা নিয়মিত বদলান। দেখবেন ওই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হবে।

নুন মাটিতে ফেলাও উচিত নয়।

নুন কাউকে দেওয়ার সময় একদমই হাতে দেবেন না। পাত্রে করে দিন।

high salt diet bloating

রান্না ঘরে মাটি বা কাচের পাত্রে নুন রাখুন।

রান্না ঘরে নুনের পাত্রে কয়েকটি লবঙ্গ রাখতে পারেন।

বাড়িতে বিভিন্ন জায়গায় সম্ভব হলে মাটি বা কাচের পাত্রে নুন রেখে দিন। তাহলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না।

Quiet salt reduction is vital but gourmet salt growth may stifle industry efforts wrbm large

জলে নুন মিশিয়ে খেয়ে মানসিক চাপ মুক্ত হওয়া যায়।

ঘর মোছার জলের মধ্যে একটু নুন মিশিয়ে মুছলেও, নেগেটিভ শক্তির প্রবেশের পথে বাঁধা হয়।

আলমারি বা ক্যাশবাক্সের মধ্যে লাল কাপড়ে বেঁধে নুন রেখে দিন, আর্থিক উন্নতি নিশ্চিত।

salt 2 191031 800x450 1

আবার ঘরের দরজার সামনে লাল কাপড়ে নুন বেঁধে ঝুলিয়ে রাখলেও, অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

বিবাহিত ব্যক্তিরা বেডরুমে সন্ধক লবণ রাখুন। সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করবেন।

Smita Hari

সম্পর্কিত খবর