৪৯ এ পা ক্রিকেট ঈশ্বরের, বইছে শুভেচ্ছার বন্যা, এই বিশেষ দিনে তুলে ধরা হলো তার গড়া ২৫টি রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সচিনের জন্মদিন, আজ ক্রিকেট ঈশ্বরের জন্মদিন। প্রাক্তন এবং বর্তমান তারকা খেলোয়াড়রা ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। আজ রবিবার ৪৯ বছর বয়সে পা রেখেছেন। তার সাথে ২০১১ বিশ্বকাপ জয়ের মূল কারিগর প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর টুইট করেছেন “একজন সত্যিকারের কিংবদন্তি এবং আরও ভালো একজন মানুষ। আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা @sachin_rt ঈশ্বর আশীর্বাদ করুন।”

ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও টুইটারে সচিনকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন “যে মাস্টার ব্লাস্টারের ক্রিকেটের প্রতি দেখানো আবেগ অনেককে অনুপ্রাণিত করেছে এবং খেলার সূত্র ধরে কোটি কোটি মানুষকে একত্রিত করেছে। জয় শাহ তার টুইটে লিখেছেন, “যে মানুষটি ক্রিকেটের ভালবাসার জন্য বিশ্বব্যাপী কোটি কোটিকে মানুষকে একত্রিত করেছে, মাঠে যার জাদু এবং মাঠের বাইরে উদারতা অনেককে অনুপ্রাণিত করে। শুভ জন্মদিন @sachin_rt! আপনাকে শুভকামনা জানাই।”

 

 

সচিনের বিশেষ দিনের এই বিশেষ মুহূর্তে তার ২৫ বছরের কেরিয়ারে গড়া কিছু অসামান্য পরিসংখ্যান তুলে ধরা হলো প্রতিবেদনের বাকি অংশে।

টেস্ট কেরিয়ার : ৩২৯ ইনিংসে ১৫,৯২১ রান, গড়- ৫৩.৭৯, ৫১ সেঞ্চুরি ও ৬৮ হাফ সেঞ্চুরি (২০০ ম্যাচ)।

ওডিআই কেরিয়ার: ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান গড়: ৪৪.৮৩, ৪৯ সেঞ্চুরি ও ৯৬ হাফ সেঞ্চুরি (৪৬৩ ম্যাচ)।

* টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান- ১৫,৯২১

* ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান- ১৮,৪২৬

* আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান- ৩৪,৩৫৭

* টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি- ৫১টি

* ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি- ৪৯টি

* আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি- ১০০টি

* টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি- ৬৮টি

* ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি- ৯৬টি

* আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি- ১৬৪ টি

* টেস্ট ক্রিকেটে পঞ্চম সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার- ১৪

* ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার- ৬২

* আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার- ৭৬

* টেস্ট ক্রিকেটে যুগ্ম ষষ্ঠ সর্বাধিক ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার- ৫

* ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ম্যান অব দ্য সিরিজ পুরস্কার- ১৫

* আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যান অব দ্য সিরিজ পুরস্কার- ২০

* ক্রিকেট ইতিহাসে একমাত্র খেলোয়াড় যার ১০টি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ৪০+ টেস্ট ব্যাটিং গড় রয়েছে।

* আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ (৬৬৪)

* এশিয়ার বাইরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা একজন এশিয়ান খেলোয়াড়- ১৮

* এশিয়ার বাইরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি একজন এশিয়ান খেলোয়াড়- ২৯

* যুগ্ম দ্রুততম খেলোয়াড় হিসাবে ১০,০০০ টেস্ট রান- ১৯৫ ইনিংসে

* দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় ১০,০০০ ওডিআই রান- ২৫৯ ইনিংসে

* বিশ্বকাপে যুগ্ম সর্বাধিক সেঞ্চুরির মালিক (৬)

* আইসিসি আয়োজিত ওডিআই টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক সেঞ্চুরি- ৭

জন্মদিনের শুভেচ্ছা ক্রিকেট ঈশ্বর…..

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর