বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হোলি (বাঙালিদের কাছে দোল) পালন হচ্ছে গোটা দেশ জুড়ে। ভারতের তারকা ক্রিকেটাররাও রঙের এই উৎসবে সামিল হয়েছেন। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রিশভ পন্থ, রবীন্দ্র জাদেজা সহ আরও কয়েকজন বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার আজ রঙের উৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে তাদের ভক্ত এবং অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের রঙ খেলার একটি ছবি শেয়ার করে, টেন্ডুলকার তার অনুগামীদের টুইটারে তাদের নিজস্ব ছবি শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
Adding some more colours to your feed 🎨😄
Share your holi 📸 Tweeple#HappyHoli pic.twitter.com/ofvXI283hj
— Sachin Tendulkar (@sachin_rt) March 18, 2022
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও এই উৎসব উপলক্ষ্যে তার ভক্তদের জীবনের ভালবাসা এবং সুখ কামনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “আপনাদের সবাইকে একটি খুব সুখী এবং নিরাপদ হোলির শুভেচ্ছা। এই উৎসবের রঙয়ের মধ্যে দিয়ে ছড়িয়ে যাক ভালোবাসা আর আনন্দ। আশা করি আপনাড়া সকলেই উপভোগ করবেন এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কিছু আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করবেন।”
Wishing everyone a very Happy Holi! Play safe and have a incredible year ahead. #HappyHoli #RP17 pic.twitter.com/5OGOQCMU3K
— Rishabh Pant (@RishabhPant17) March 18, 2022
ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পন্থ, দিল্লি ক্যাপিটালস সতীর্থদের সাথে তার রঙয়ের উৎসব উদযাপনের ছবি শেয়ার করেছেন। তিনি বলেছেন “সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি! নিরাপদে খেলুন এবং সামনে একটি অবিশ্বাস্য বছর কাটুক,” ভারতীয় ক্রিকেটারদের পরবর্তীতে আইপিএলের আসন্ন সংস্করণে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির জন্য মাঠে দেখা যাবে। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে ২৬শে মার্চ থেকে।
To all my friends celebrating, I hope the colours of Holi bring happiness to your life. Happy Holi to you and your family! pic.twitter.com/4amnQQaJ5X
— Pat Cummins (@patcummins30) March 18, 2022
এমনকি ভারতে আইপিএল খেলে যাওয়া অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও তার ভারতীয় বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। কামিন্স, যিনি বর্তমানে পাকিস্তান সফরে অজিদের নেতৃত্বে রয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “আমার সমস্ত বন্ধুদের উদ্যাপন করছি, আমি আশা করি হোলির রং আপনার জীবনে সুখ নিয়ে আসবে। আপনাকে এবং আপনার পরিবারকে হোলির শুভেচ্ছা!”