বাংলা হান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন বাজারে বিএসএনএল, ভোডাফোন, জিও, আইডিয়া এয়ারটেল, ডোকোমো দের একাধিপত্য ছিল বাজারের উপর। কিন্তু আস্তে আস্তে করে সমস্ত মোবাইল বাজারে যেন নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকে জিও। নিজের কক্ষপথ থেকে ছিটকে থাকে অন্য কোম্পানিগুল।
কিন্তু সম্প্রতি জিও এর তরফে জানানো হয়েছে যে জিও টু অন্যান্য নেটওয়ার্ক-এ ভয়েস কলের ক্ষেত্রে আইইউসি চার্জ হিসেবে গ্রাহকদের নিকট হতে ৬ পয়সা প্রতি মিনিটে কাটা হবে। এরপর থেকে শুরু হয় জোড় সমালোচনা, তোলপাড় হয়ে যায় সোশাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। আর তাতেই এবারে জিও এর সঙ্গে অন্য টেলিকম সংস্থাগুলোর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জিও যদি সত্যিই তার এই অফারের থেকে সরে আসে তবে বাকি কোম্পানি গুলোর অবস্থা পৌষমাসের মত হবে।
তা হারে টের পাচ্ছে বিশেষজ্ঞ মহল। তবে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার লক্ষ্যে অন্যান্য ব্যবস্থায় জিও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হঠাৎ তার এই সিদ্ধান্তের পরিবর্তন বদলে দিতে পারে অর্থনীতির অনেক ইতিহাস। যেমন ধীরে ধীরে তাদের ফ্রি কলের অপশন থেকে বেরিয়ে আসতে পারবে না মানুষ। এমনি অন্যান্য কোম্পানীর উপর যে ঝোক বাড়বে, তা মিডিয়াতেই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে।