বাংলা হান্ট ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তের ১৩ টি দেশ ভারত, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, জার্মানি, ইউনাইটেড কিংডম, স্পেন, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, চিন ও জাপান। কেলটন গ্লোবাল নামের একটি সংস্থা এই সমীক্ষা চালায়।
বই পড়ার অভ্যেস
আনুমানিক ৮০% বইপোকা জানিয়েছেন যে তাঁরা যা পড়ছেন তা অন্য একজন বইপ্রেমীর সঙ্গে আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করেন। এবং তা তাদের নানান বিষয় জানতে সাহায্য করে। মননশক্তি প্রখর করে।
তবে সম্প্রতি স্মার্টফোনে আসক্তি কী বইপ্রেমীদের মধ্যে প্রেমহ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে? এই কারণটিই কিন্তু আপনার জীবনে খুশি বিদায় নেওয়ার অন্যতম মূল কারণ। এমনই জানিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষা। বিশ্বের ১৩টি দেশে ১৮ বছরের ঊর্ধে ২৭,৩০৫ জন মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে যার বই পড়ার নেশা যত বেশি, জীবনে তিনিই তত বেশি সুখী।