বাংলা হান্ট ডেস্কঃ শহর থেকে শুরু করে শহরতলি, গ্রাম, বর্তমানে প্রায় সব জায়গাতেই এলপিজি সিলিন্ডারে (LPG Gas) রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্না করার চল একপ্রকার উঠেই গিয়েছে। এই আবহে গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম যেভাবে চড়চড় করে বাড়ছে, তা চিন্তা বাড়াচ্ছে অনেকের। তবে এবার সাধারণ মানুষের সুরাহার কথা ভেবে দুর্দান্ত প্রকল্প (Government Scheme) নিয়ে এল রাজ্য। ৮০০-৮৫০ টাকা নয়, এবার মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার। আজ এই স্কিম নিয়েই আলোচনা করা হবে।
মধ্য়বিত্তের জন্য সুখবর! মাত্র ৫০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার (Government Scheme)
তেরো থেকে শুরু থেকে তিরাশি, রাজ্যের প্রায় সকল মানুষের কথা ভেবেই কোনও না কোনও উদ্যোগ নেওয়া হয়। জনগণের সুবিধার দিকে সবসময় নজর থাকে সরকারের। এবার যেমন আমজনতার সুরাহার কথা ভেবেই এলপিজি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গে নয়, বরং এই স্কিম শুরু করেছে বিজেপি শাসিত হরিয়ানায়।
সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার এই প্রকল্পের নাম হল হর ঘর হর গৃহিণী যোজনা (Har Ghar Har Grihini Yojana)। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট রাজ্যের প্রায় ৫২ লক্ষ মহিলা স্বল্প মূল্যে গ্যাস পাওয়ার যোগ্য। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। সেই সঙ্গেই আলাদা করে রেজিস্ট্রেশনও করতে হবে।
আরও পড়ুনঃ গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ! কারা জড়িত? ৮ এপ্রিল যা হতে চলেছে…
সরকারি এই প্রকল্পে (Government Scheme) সস্তায় গ্যাস পাওয়ার জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং তাঁকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ১.৮ লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে। পরিবারের প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র, আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড, গ্যাসের বইয়ের জেরক্স, ব্যাঙ্কের বইয়ের জেরক্স এবং একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া যিনি আবেদন করছেন তাঁর বাড়িতে বৈধ গ্যাস কানেকশন থাকতে হবে।
জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। বাড়ি বসে অনলাইনেই এই কাজ সেরে ফেলা সম্ভব। সেখানে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বরটি সাবধানে রেখে দিতে হবে।
উল্লেখ্য, বর্তমানে একটি এলপিজি সিলিন্ডার কিনতে গেলে ৮০০-৮৫০ টাকা খরচ হয়। ভর্তুকি হিসেবে যে টাকা পাওয়া যায় সেটা একেবারেই নগন্য। এমতাবস্থায় দুর্দান্ত উদ্যোগ নিয়ে এসেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার (Government Scheme)। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ।