স্বামী চলে গিয়েছেন আগেই, এবার না ফেরার দেশে পাড়ি দিলেন হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী পরিণীতা

বাংলাহান্ট ডেস্ক: চলে গেলেন অভিনেতা হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের (Haradhan Bandopadhyay) স্ত্রী পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায় (Parineeta Bandopadhyay)। মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। বেশ কিছুদিন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

হারাধন বন্দ‍্যোপাধ‍্যায় ও পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ছেলে অভিনেতা কৌশিক বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি নিজেই সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন এই খারাপ খবর। মঙ্গলবার সকাল দশটা নাগাদ নিজের বাড়িতে প্রয়াত হন পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায়।

1541445002 2
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক‍্যজনিক সমস‍্যা তো ছিলই, এছাড়াও কিছুদিন আগে ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর। কৌশিক জানান, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি মাকে। সবেমাত্র গতকাল অর্থাৎ সোমবারেই ছাড়া পেয়েছিলেন তিনি।

মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন কৌশিক। রাতটুকু কাটতে না কাটতেই চলে গেলেন তাঁর জন্মদাত্রী। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায়। একাধিক অঙ্গও অকেজো হয়ে গিয়েছিল তাঁর। বাবা হারাধন বন্দ‍্যোপাধ‍্যায় চলে গিয়েছেন সেই ২০১৩ তে। এবার মা ও সেই পথেই পাড়ি দিলেন।

প্রসঙ্গত, বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতের বর্ষীয়ান অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম জনপ্রিয় নাম ছিল হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়। কিন্তু তাঁর স্ত্রী হয়েও অভিনয়ে আসেননি পরিণীতা। শুধুমাত্র একবার ছাড়া। পরিচালক সত‍্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে হারাধন বন্দ‍্যোপাধ‍্যায় ওরফে উমানাথ ঘোষালের স্ত্রীর ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। ওটাই প্রথম এবং শেষ। তারপর আর কখনোই ক‍্যামেরার সামনে দেখা যায়নি পরিণীতা বন্দ‍্যোপাধ‍্যায়কে।

Niranjana Nag

সম্পর্কিত খবর