বাংলাহান্ট ডেস্ক: ৯০-এর কোঠা পার করেছেন আগেই। এখন ৯৪ বছর বয়স তাঁর। কিন্তু তাঁর কাণ্ড-কারখানা দেখলে কে বলবে? অনেকেই যখন এই সময় বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েন সেখানে এই দিদা নিজে হাতে রোজগার করছেন! তাও আবার রীতিমতো খেটেখুটে। নিজের হাতের রান্না খাইয়ে লোকের মন জয় তো করছেনই উপরন্তু নিজেই রোজগারও করছেন।
সারা জীবন বাড়ির কাজই করে গিয়েছেন চণ্ডীগড়ের হরভজন কৌর। রোজগার করার ইচ্ছা থাকলেও সংসারের চাপে তা আর করে ওঠা হয়নি। সারা জীবন শুধু হেঁসেলই ঠেলে গিয়েছেন। কিন্তু ইচ্ছাটাকে মরে যেতে দেননি। কপালে লেগে থাকা ‘হাউজ ওয়াইফ’-এর তকমাটা ঝেড়ে ফেলার ইচ্ছা ছিল ষোলো আনা। কিন্তু পাচ্ছিলেন না কোনও সুযোগ বা উপায়। অবশেষে পেলেন সেই সুযোগ। গোটা সংসার জীবনেই শুনে এসেছেন তাঁর হাতের রান্না নাকি অসাধারন। এর জন্য প্রশংসাও কুড়িয়েছেন অনেকের কাছ থেকে। তবে এই রান্নাকেই শুধুমাত্র একটা কাজ হিসাবে না দেখে সেটাকে যে পেশাও বানানো যায় সেটা তাঁর মাথায় আসেনি।
When you hear the word ‘start-up’ it brings to mind images of millennials in Silicon Valley or Bengaluru trying to build billion dollar ‘unicorns.’ From now on let’s also include a 94 yr old woman who doesn’t think it’s too late to do a start-up. She’s my entrepreneur of the year https://t.co/N75BxK18z4
— anand mahindra (@anandmahindra) January 7, 2020
অবশেষে মাথায় এল বুদ্ধি। একদিন কিছু বেসনের বরফি বানিয়ে বাড়ির সামনে একটা স্টল করে বিক্রি করতে বসলেন। বিক্রি হলও হু হু করে। একদিনেই প্রায় ২০০০ টাকা রোজগার করে ফেললেন হরভজন। সেই থেকে আর পেছনে ফিরে তাকাননি। এখন তাঁর বানানো মিষ্টি, আচার, শরবত এসবেরই চাহিদা তুঙ্গে। রোজগারও বেশ ভালই করছেন।
হরভজনের এই উদ্যোগ নিয়ে খুব খুশি তাঁর পরিবারের সদস্যরা। এই বয়সে এসে তিনি যে নিজের মতো করে নিজের ইচ্ছাপূরণ করছেন তা নিয়ে সবাই খুবই উচ্ছসিত। সারা ভারতে এখন ছড়িয়ে গিয়েছে হরভজন দিদার নাম। ৯৪-এও তাঁর ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা দেখে প্রশংসায় পঞ্চমখ হয়েছে নেটিজেনরা।