বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পর এখন ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিউজিল্যান্ড ম্যাচ। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে কেমন হবে ভারতীয় দল, কাঙ্খিত জয় আদৌ আসবে কিনা সেদিকেই এখন লক্ষ্য রয়েছে সকলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ডু অর ডাই ম্যাচের জন্য এবার নিজের দল বেছে নিলেন ভারতের প্রাক্তন তারকা অফ স্পিনার হরভজন সিং।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড়দের নিয়ে। সূর্য কুমার যাদব, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া বিশেষত এই চার জনের উপরেই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন সমর্থকরা। তাদের মতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে এই চারজনকে অবশ্যই দলের বাইরে পাঠাতে হবে ভারতকে। হরভজন অবশ্য তার দলে চারজনকে বাদ দেননি। তিনি এখনও ভরসা রেখেছেন হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামির উপর।
তবে তার প্রথম একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন সূর্য কুমার যাদব এবং ভুবনেশ্বর কুমার। এই দুজন খেলোয়াড়ের বদলে তিনি সুযোগ দিয়েছেন ঈশান কিশান এবং শার্দুল ঠাকুরকে। এমনকি দলের ওপেনিং জুটিও পরিবর্তন করতে চান তিনি। ভাজ্জির মতে রোহিত শর্মা এবং ঈশান কিশানের ওপেন করা উচিত আগামী ম্যাচে। ৫০ ওভারের বিশ্বকাপের মতই কে এল রাহুলকে খেলানো যেতে পারে ৪ নম্বরে। পাঁচ নম্বরে খেলবেন পান্থ এবং ছয় নম্বরে হার্দিক। সাত নম্বরে জাদেজাকে সুযোগ দিয়েছেন হরভজন।
এরপর শার্দুল ঠাকুর থাকায় দলের ব্যাটিং আরও কিছুটা মজবুত হবে। তবে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে তেমন সফল না হলেও এই ম্যাচেও বরুণ চক্রবর্তীকে দলের সঙ্গেই রাখতে চান হরভজন। তাই তার মতে এখনো দলের বাইরে থাকতে হবে রবীচন্দ্রন অশ্বিনকে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি দল নিয়ে নামবে ভারত তা জানা যাবে রবিবারই। মহেন্দ্র সিংহ ধোনি, রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির মাথায় এখন কি রণনীতি তৈরি হচ্ছে আগামী ম্যাচের জন্য সে দিকেই নজর থাকবে সকলের।