বাংলা হান্ট ডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী সফরে নিউজিল্যান্ডের মুখোখি হতে চলেছে ভারতীয় দল। ইতমধ্যেই এই সিরিজের দল ঘোষোণা করে দিয়েছে বিসিসিআই। দলে একদিকে যেমন সুযোগ দেওয়া হয়েছে বেশ কিছু বর্ষীয়ান খেলোয়াড়কে তেমনি আবার সু্যোগ পেয়েছেন বেশ কিছু উঠতি তারকাও। এদের মধ্যে সকলেই আইপিএলের বেশ পরিচিত মুখ ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, রুতুরাজ গাইকোয়াড় প্রত্যেকেই আইপিএলে দুধর্ষ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন সিলেক্টাররা যে গতকাল শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্যই টিম বেছে নিয়েছেন তাই নয় ভারতীয় এ দলের স্কোয়ার্ডও গতকালই ঘোষণা করেছেন তারা।
আসলে নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই দক্ষিন আফ্রিকা সফরে যেতে চলেছে ভারতীয় দল। তার আগেই রয়েছে ভারতীয় এ দলের দক্ষিন আফ্রিকা সফর। তাই এই দলে যারা ভালো পারফর্ম্যান্স উপহার দেবেন দক্ষিন আফ্রিকার হয়ে ভারতীয় দলে খেলার সুযোগও পেয়ে যেতে পারেন তারা। এই দুটি দলে একাধিক প্রতিভাধর খেলোয়াকড়কে সুযোগ দেওয়া হলেও একজন এমন খেলোয়াড় রয়েছেন যাকে বারবার উপেক্ষা করে যাচ্ছেন নির্বাচকরা এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষন রকম অ্যাক্টিভ থাকেন এই ভারতীয় কিংবদন্তি। একাধিকবার ক্রিকেটের নানা বিষয় নিয়ে মতামত রাখতে দেখা গিয়েছে তাকে। এবার দল নির্বাচন নিয়ে সরাসরি সিলেক্টারদের একহাত নিলেন ভাজ্জি। এক্ষেত্রে সৌরাষ্ট্রের তরুন প্রতিভা শেলডন জ্যাকসন ভারতীয় এ দল বা ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় রীতিমত রেগে যান তিনি। এবিষয়ে একটি ট্যুইটে তিনি বলেন, “২০১৮-১৯ রঞ্জি সিজনে ৮৫৪ রান এবং ২০১৯-২০ তে ৮০৯ রান করে দলকে চ্যাম্পিয়নও করেছেন। এ বছরও দারুণ ফর্ম। তবুও, তিনি ভারত এ দলের জন্যও নির্বাচিত হননি। নির্বাচকরা কি জ্যাকসনকে বলতে পারেন যে রান করা ছাড়া তার আর কী করা উচিত যাতে তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পান?”
https://twitter.com/harbhajan_singh/status/1458085485293801484?s=20
প্রসঙ্গত উল্লেখ্য ভারতের টি টোয়েন্টি দল ঘোষণা সম্পন্ন হলেও নির্বাচকরা নিউজিল্যান্ড সিরিজের জণ্য টেস্ট দল ঘোষণা করেননি এখন সেই দলে শেলডন সু্যোগ পান কিনা সেদিকেও অবশ্যই নজর থাকবে সকলেরই।