ভারতীয় দলের বর্ষীয়ান স্পিনার হরভজন সিং দীর্ঘ 10 বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। তবে বিগত কয়েক মরশুমে তিনি চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে আইপিএলে নামছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বর্ষীয়ান এই ভারতীয় স্পিনার হরভজন সিং আর কতদিন আইপিএল খেলবেন? কারণ এখন ঘরোয়া ক্রিকেটে দেখা যায় না তাকে, অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও খুব একটা সুযোগ পান না ভাজ্জি।
দীর্ঘ 22 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন হরভজন সিং। বর্ষীয়ান এই স্পিনার ভারতের হয়ে 103 টি টেস্ট এবং 236 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সাতের কম ইকোনমি রেটে 235 টি উইকেট নিয়েছেন হরভজন সিং। অবসর প্রসঙ্গে সম্ভাব্য সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে হরভজন সিং বলেছেন যেদিন ফিল্ডিং করতে গিয়ে পায়ের ফাঁক দিয়ে কিংবা হাঁটুর নিচে দিয়ে বল বেরিয়ে যাবে সেদিন আমি অবসরের কথা ভাববো।
হরভজন সিং বলেছেন আপনাদের হয়তো আমাকে দেখে মনে হতেই পারে আমার মধ্যে আর আগের মত সেই ক্ষিপ্রতা নেই। কিন্তু আমি আপনাদের বলছি যদি স্কিলের পরীক্ষা দিতে হয় তাহলে দেশের সেরা বোলারদের নিয়ে আসুন আমি তাদের সাথে স্কিলের লড়াইয়ে নামতে রাজি। অর্থাৎ হরভজন সিংয়ের কথায় এটাই বোঝা যাচ্ছে যে, এখনো পর্যন্ত তিনি দেশের সেরাদের সাথে টক্কর দিতে প্রস্তুত।