এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে সবথেকে বড় জল্পনা প্রাপ্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণ নিয়ে। এই প্রসঙ্গে একদা ভারতীয় দলে ধোনির সতীর্থ হরভজন সিং জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে ধোনির প্রত্যাবর্তনের কোনো লক্ষণ আমি দেখছি না। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এসে হরভজন সিং জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধোনি মনে হয় আর খেলতে চান না।”
ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এক অনুরাগীর প্রশ্নের জবাবে হারবাজান সিং জানান ভারতীয় দলের জার্সি গায়ে ধোনি শেষ ম্যাচ হিসাবে 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি খেলে ফেলেছেন। এখন আর জাতীয় দলে ধোনির কামব্যাকের কোনো সম্ভাবনাই তিনি দেখছেন না। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে হারভজন সিংয়ের সাথে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। সেই ক্রিকেট অনুরাগী এই দুই ভারতীয় ক্রিকেটারের দিকেই ধোনির অবসরের প্রসঙ্গে প্রশ্নটা ছুঁড়ে দেন।
এই প্রশ্নের জবাবে ভারত ওপেনার রোহিত শর্মা জানিয়েছেন দয়া করে এই ব্যাপারে আমাকে কোন প্রকার প্রশ্ন করবেন না, এই ব্যাপারে যা প্রশ্ন করার আপনারা সরাসরি ধোনিকে করুন। অপরদিকে হরভজন সিং জানিয়েছেন ধোনি ভারতীয় ক্রিকেট দলে আর সুযোগ পাবেন নাকি পাবেন না তার আগে আপনাদের জানতে হবে ধোনি ভারতের হয়ে আর খেলতে চান কিনা? তবে আমার মনে হয় ভারতীয় দলের জার্সি গায়ে ধোনি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। ধোনি ভারতীয় দলের জার্সিতে আর ফিরতে চান না। তবে হারভজন সিং মনে করেন আইপিএলে ধোনি আরও বেশ কয়েক বছর খেলা চালিয়ে যাবেন।