WTC ফাইনালের জন্য ভারতের সেরা একাদশ বাছলেন হরভজন সিং! সুযোগ পেলেন এই গেম চেঞ্জার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ৫টা দিন। তারপরেই ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে আরম্ভ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখলের লড়াই। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে দুই দল এই শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে। সেই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) কিছুদিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কর সিরিজে হারিয়েছে। তবে সেই সিরিজ এবং ফাইনালের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

এই ফাইনাল ম্যাচে ভারতীয় দল কেমন হওয়া উচিত? এবার এই নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং। সাদা জার্সিতে ভারতের হয়ে ৪১৭ উইকেট নেওয়া এই তারকা বোলার যে একাদশ বেছে নিয়েছেন তাতে মূলত দুটি চমক দেওয়া ব্যাপার রয়েছে।

AAP Harbhajan Singh

টপ অর্ডার নিয়ে অবশ্য তিনি এমন কোনও সিদ্ধান্ত নেননি যা নিয়ে আলোচনা হতে পারে। তবে শ্রীকর ভরতের বদলে ঈশান কিষানকে নিজের একাদশে রেখেছেন তিনি। একটিও পেস্ট না খেলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার মতো লাল বলের ক্রিকেটে অনভিজ্ঞ তারকাকে মাঠে নামিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেই একমত হতে পারবেন না।

এছাড়া তিনি নিজের প্রথম একাদশে শার্দূল ঠাকুর ও রবি অশ্বিনের মধ্যে কাকে খেলানো উচিত, সেই নিয়েও কোনও মন্তব্য করতে পারেননি। এর আগেরবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই স্পিনার নিয়ে মাঠে নেমে ভুগতে হয়েছিল ভারতীয় দলকে। অপরদিকে অশ্বিনের ব্যাটের হাত যে শার্দূলের চেয়ে এই ফরম্যাটে বেশি উপযোগী তা নিয়ে সকলেই একমত।

হরভজন সিংয়ের পছন্দের একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর