রোহিত, কোহলিদের শরীরে ওই জিনিসটার দম ফুরিয়ে গেছে! তাই ICC ট্রফি নেই, বিস্ফোরক হরভজন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর তিনমাসও বাকি নেই। তারপরেই ভারতের মাটিতে আয়োজিত হবে আরও একটি ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। যখন ভারতের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল তখন হরভজন সিংদের (Harbhajan Singh) দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ট্রফি ঘরে তুলেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তারপর থেকে টানা ওডিআই বিশ্বকাপ গড়ে তুলেছে আয়োজক দেশই। বিরাট কোহলি, রোহিত শর্মারা (Rohit Sharma) একই কান্ড করে দেখাতে পারবেন?

এই প্রশ্ন নিয়েই সম্প্রতি হরভজন সিং মুখ খুলেছেন। ২০১১ ওডিআই বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এমনকি যে একটি ম্যাচে ভারতীয় দলকে হারের সম্মুখীন হতে হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটিতেও তিনি অসাধারণ বোলিং করেছিলেন।

Harbhajan singh 12as 1

ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকা অফস্পিনার সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের আইসিসি ট্রফির নকআউট পর্বে ব্যর্থতার ধারা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “এমনটা ২০১৩ সালের পর থেকেই হয়ে আসছে। আমরা গোটা টুর্নামেন্টে ভালো খেলছি কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হেরে যাচ্ছি।”

তিনি আরও বলেছেন, “২০১৫ বা ২০১৯ ওডিআই বিশ্বকাপে আমরা ভালো সঙ্গে ছিলাম। কিন্তু সেমিফাইনালে গিয়ে হেরে গেছি। আমি এর যথার্থ কারণ জানিনা কিন্তু আমার মনে হয় দু তিনজনের বেশি ভারতীয় ক্রিকেটার ওই পর্যায়ের চাপ সামলাতে পারেনি। ওরকম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য দক্ষতার চেয়েও বেশি খুব শক্তিশালী হৃদয় প্রয়োজন। সেটা কয়েকজন ছাড়া বাকিদের মধ্যে দেখা যায়নি।”

শেষ তিন ওডিআই বিশ্বকাপে দেখা গিয়েছে আয়োজক দল ট্রফি ঘরে তুলেছে। ২০১১ সালে ধোনির ভারত, ২০১৫ সালে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালের ইয়ন মরগ্যানের ইংল্যান্ড ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ভারত সেই একই কীর্তির প্রতিফলন দেখাতে পারবে কিনা সেই নিয়ে ঘরে সন্দেহ রয়েছে সকলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর