বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দশ বছরে ভারতীয় দলের (Team India) সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার কে? বিরাট কোহলি (Virat Kohli) ভারতের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার বটে কিন্তু বিপক্ষকে ভয় ধরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন একজন। ব্যাটার তিনি নন বলেই বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। সে ক্ষেত্রে আর যে দুটি নাম সকলের সামনে উঠে আসে সেই নাম দুটি হল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু তাদের মধ্যে বিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য কে বেশি এগিয়ে? এবার এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সম্পর্কে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে হিটম্যান এবং ক্যাপ্টেন কুলের মধ্যে থেকে একজনকে সেরা বেছে নিয়েছেন। দুজনের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলে ড্রেসিংরুম শেয়ার করেছেন টার্বুনেটর। আইপিএলেও দুজনের অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তারচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব আর কেউ হতে পারেন না।
হরভজন জানিয়েছেন যে তিনি নিজে বোলিং করতে গিয়ে বুঝেছেন যে রোহিত শর্মা ম্যাচের যে কোনও পরিস্থিতিতে যে কোনও সময় অত্যন্ত ভয়ংকর। তিনি মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বেশি বোলিং করার সুযোগ পাননি কারণ সাধারণত তিনি যখন ব্যাট করতে আসতেন তখন হরভজনের স্পেল শেষ হয়ে যেত।
হরভজন বলেছেন, “ধোনি খুব বিপজ্জনক ফিনিশার এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু রোহিত শর্মা শুরু থেকে শেষ অবধি টিকে গেলে ওর চেয়ে বেশি ভয়ংকর আর কেউ হতে পারে না। ওর খেলার মধ্যে একটা আলস্যে ভরা আভিজাত্য দেখা যায়, যা বিশ্বের খুব কম ক্রিকেটারের মধ্যেই লক্ষণীয়।”
যেই এগিয়ে থাকুক না কেন এই নিয়ে সন্দেহ নেই যে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা যখন নিজেদের সেরা ছন্দে ব্যাট ঘোরাতে থাকেন, তখন বিপক্ষে যে কোনও বোলারই থাকুক না কেন তারা কিছুটা চাপে পড়ে যান। একাধিকবার তাদের জুটি ভারতকে ম্যাচে অ্যাডভান্টেজ গড়ে দিয়েছে।