ফের মাঠে ফিরতে চলেছেন হরভজন, সেপ্টেম্বর মাসে বল হাতে বাইশ গজ কাঁপাবেন টার্বুনেটর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবারও ক্রিকেটের আঙিনায় দেখা যাবে কিংবদন্তি অফস্পিনার হরভজন সিংকে। লেজেন্ডস লিগে বল হাতে ভেলকি দেখাবেন প্রাক্তন ক্রিকেটার। গতবছর তুমুল জনপ্রিয়তা পাওয়া লেজেন্ডস লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। শেষবার হরভজন সিংকে মাঠে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ২০২১ আইপিএলের দ্বিতীয় ভাগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র একটি ওভার বল করার সুযোগ পেয়েছিলেন ভজ্জি।

<span;>তবে শুধু তিনি একা নন, হরভজন সিংয়ের সাথে সাথে বীরেন্দ্র সেওয়াগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, ব্রেট লি, মুথাইয়া মুরলিধরন, ইয়ন মর্গ্যানের মতো কিংবদন্তিরাও এই লেজেন্ডস লিগে এবার অংশ নেবেন। নিজের দেশকে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ জেতানো ইয়ন মর্গ্যান সদ্য অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার এই জনপ্রিয় বিনোদন লিগে খেলতে প্রস্তুত তিনি।

<span;>এবারের লেজেন্ডস লিগের দ্বিতীয় আসর। এবার টুর্নামেন্টে চারটি দলকে অংশ নিতে দেখা যাবে। আর দু মাস পরে আয়োজিত হতে চলা এই লিগে ফের একবার নিজের ক্রিকেটীয় দক্ষতার নমুনা পেশ করার জন্য মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। মাঠে ফেরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

<span;>এবারের লেজেন্ডস লিগের আসরে ১১০ জন প্রাক্তন ক্রিকেটার অংশগ্রহণ করতে চলেছেন। প্রথমবার এই টুর্নামেন্টে নামার আগে কেমন লাগছে তা হরভজন সিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘মাঠে ফিরে আসতে পেরে আমি খুশি। সবসময়ই বাইশ গজ আমার খুব কাছের জায়গা। লেজেন্ডস লিগ আরও একবার আমাকে সেখানে ফেরার জায়গা করে দিচ্ছে। সেইজন্য আমি কৃতজ্ঞ।’


Reetabrata Deb

সম্পর্কিত খবর