বাংলা হান্ট ডেস্কঃ ফের ধাক্কা চেন্নাই শিবিরে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গেলেন তারকা ভারতীয় স্পিনার হরভজন সিং। এর ফলে বড়সড় সমস্যায় পড়ে গেল চেন্নাই সুপার কিংস।
হরভজন সিং কে নিয়ে চেন্নাই শিবিরে বেশ কয়েকদিন ধরেই সংশয় চলছিল। দুবাই উড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে ছয় দিনের একটি প্রস্তুতি শিবির করেছিল। সেই শিবিরে যোগদান করেন নি হরভজন সিং এছাড়াও চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে দুবাইয়েও যাননি তিনি। হরভজন জানিয়েছিলেন মায়ের শরীর অসুস্থ থাকার কারণে তিনি চেন্নাই সুপার কিংস এর সঙ্গে সেই সময় দুবাই যেতে পারছেন না কিন্তু কয়েক দিন পরেই তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগদান করবেন। তখন থেকেই হরভজন সিংকে নিয়ে জল্পনা বেড়েই চলছিল। অবশেষে সেই জল্পনায় সত্যি হল, এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই ভারতীয় স্পিনার।
সূত্রের খবর ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন হরভজন সিং। তবে জানা যাচ্ছে হরভজন সিংকে এবারের আইপিএলে পাওয়া যাবে না এটা ধরে নিয়েই নিজেদের মতো করে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছিল চেন্নাইয়ের কোচ এবং অধিনায়ক। তবে পরপর দুই জন অভিজ্ঞ ক্রিকেটার, প্রথমে সুরেশ রায়না পরে হরভজন সিং এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোয় চেন্নাই সুপার কিংস এর যে অভিজ্ঞতার দিক থেকে কিছুটা ঘাটতি দেখা যাবে সেটা বলাই বাহুল্য। কারন এই দুজন দীর্ঘদিন ধরে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রত্যেক বছরই নজরকাড়া পারফরম্যান্স করেন।